শিরোনাম
◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১০:১৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় সেনাদের সম্মান জানাতে  ইডেন গা‌র্ডেনের বাইরে বিশাল পোস্টার

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান বর্তমান রাজনৈতিক সম্পর্কের জেরে আগের দিন পিছিয়ে দেওয়া হয় বেঙ্গল প্রো টি-টো‌য়ে‌ন্টি লিগ। গত শুক্রবার রাতে এই ঘোষণা করে সিএবি। এবার ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সোমবার ( ১২ মে ) ইডেনের বাইরে টাঙানো হয় বিশাল পোস্টার। সেখানে ভারতের সশস্ত্র বাহিনীর ছবি দেওয়া। সঙ্গে জাতীয় পতাকার ছবি। পাশে লেখা, 'শক্তি, সংহতি এবং কৃতজ্ঞতা। আমরা কৃতজ্ঞ। আমরা গর্বিত। আমাদের হিরোদের কুর্নিশ।' প্রথম লাইনটা বাদ দিয়ে বাকি তিনটে লাইন ভারতের পতাকার রঙে। অর্থাৎ, কমলা, সাদা এবং সবুজ রংয়ের থিম। পোস্টারে সিএবির লোগো ছাড়াও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর লোগো। সোমবারই ইডেনের বাইরে এই পোস্টার টাঙানো হয়। 

শুক্রবার পিছিয়ে দেওয়া হয় বেঙ্গল প্রো টি-২০ লিগ। সিএবির একটি বিবৃতিতে বলে হয়েছিল, 'এই কঠিন সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেশের সঙ্গে আছে। সেনাবাহিনীকে কুর্নিশ জানায় সিএবি। অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিহানার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করা হয়েছে। যা ভারতীয়দের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। ক্রিকেট জাতীয় প্যাশন হলেও, দেশের ঊর্ধ্বে নয়। ক্রিকেট সবসময় সবাইকে একত্রিত করে, কিন্তু এই কঠিন সময়, আমাদের প্রধান কর্তব্য দেশের জন্য।' শুধু লিখিতভাবেই নয়, ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে সেটা প্রমাণ করল বাংলার ক্রিকেট সংস্থা।

আইপিএল সাত দিন পিছিয়ে দেওয়ার পর বিসিসিআই নিজেদের বিবৃতিতেও এমনই জানিয়েছিল। প্রসঙ্গত, সোমবার মিডিয়া ব্রিফিংয়ে বিরাট কোহলির প্রসঙ্গ তুলে ধরেন ডিজিএমও রাজীব ঘাই। তিনি জানান, কোহলি তাঁর প্রিয় ক্রিকেটার। একটি উদাহরণ প্রসঙ্গে রাজীব ঘাই বলেন, 'দেখছিলাম বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে।

বেশিভাগ ভারতীয়র মতো ও আমারও প্রিয় ক্রিকেটার।' ৭০ এর অ্যাশেজ প্রসঙ্গ তুলে ধরেন তিনি। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি পেসার জেফ থমসন এবং ডেনিস লিলির কথাও উল্লেখ করেন। তাঁদের সঙ্গে ডিফেন্স সিস্টেমের তুলনা টানেন। সেই সময় অস্ট্রেলিয়ানদের মধ্যে একটি প্রবাদ চালু হয়, অ্যাশেজ টু অ্যাশেজ। বলা হত, থমসনের থেকে পার পেলেও লিলির থেকে পাবে না। ডিফেন্সের ক্ষেত্রেও ঠিক তাই। জানান, তাঁদের থেকেও কেউ পার পাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়