শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে

স্পোর্টস ডেস্ক: গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর গায়ানায় শুরু হ‌চ্ছে, প্রথম আসরের শিরোপাধারী রংপুর রাইডার্স এবা‌রো নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সেরাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে গতবার বাজিমাত করেছিল বাংলাদেশি এই ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রংপুর রাইডার্স। পাঁচ দলের সেই টুর্নামেন্টে নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা ঘরে তোলে তারা।

জিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারের আসরেও অংশগ্রহণ করবে। এ প্রসঙ্গে জিএসএলের চেয়ারম্যান ক্লাইভ লয়েড বলেন,‘আমরা এই বছরের টুর্নামেন্টে ২০২৪ সালের জিএসএল চ্যাম্পিয়নদের আবার স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছরের ইভেন্টে অসাধারণ দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে খেলেছে এবং সত্যিকার অর্থে যোগ্য বিজয়ী হয়েছে। -- চ‌্যা‌নেল২৪

 আমরা গায়ানায় তাদের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং মাঠে তাদের অব্যাহত শ্রেষ্ঠত্ব প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে রংপুর রাইডার্স এলিমিনেটর পর্ব থেকে বিদায় নিয়েছিল। তবে জিএসএলে তাদের পূর্বের সাফল্যের কারণেই সরাসরি আমন্ত্রণ পেয়েছে দলটি।  এদিকে, সবশেষ বিপিএলের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জিএসএল কর্তৃপক্ষ। আগামী ১০ জুলাই থেকে  ১৮ জুলাই পর্যন্ত গায়ানার মাঠে গড়াবে জিএসএলের দ্বিতীয় আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়