শিরোনাম
◈ শেখ মুজিবের ত্যাগকে স্বীকার করি, কিন্তু তিনি জাতির পিতা নন: নাহিদ ইসলাম ◈ যানজটে স্থবির কুমিল্লা নগরী: নাগরিক দুর্ভোগ চরমে ◈ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রামের যুবকের মৃত্যু ◈ মেঘনায় ইলিশের সংকট, বিপাকে অর্ধলক্ষ জেলে পরিবার! ◈ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মীসভায়  দুই পক্ষের মধ্যে হাতাহাতি, আহত ২ ◈ তিস্তার পানি কমলেও দুর্ভোগে ৫ উপজেলার মানুষ ◈ শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব ◈ খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ আল্লাহ তু‌মি রহম ক‌রো, এ‌শিয়া কা‌পে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ভারত যে‌নো ম‌্যাচ বয়কট ক‌রে: বা‌সিত আ‌লি 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেবা দলিলে যে ভুল করলে বাতিল হবে অর্থসহ দলিল! (ভিডিও)

হেবা দলিল মুসলিম পারিবারিক আইনে একটি স্বীকৃত দান প্রক্রিয়া, যেখানে কোন প্রকার অর্থ বা বিনিময় ছাড়াই সম্পত্তি হস্তান্তর করতে হয়। কিন্তু শর্ত ভঙ্গ হলে আইনগতভাবে সেই দলিল বাতিল হয়ে যেতে পারে।

হেবা দলিলের প্রধান তিনটি শর্ত রয়েছে হেবা ঘোষণা, হেবা গ্রহণ এবং সম্পত্তির দখল হস্তান্তর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পত্তি হস্তান্তর। যদি দানকারী ব্যক্তি (হেবাদাতা) দানকৃত সম্পত্তি গ্রহীতার (হেবা গ্রহীতা) কাছে বাস্তবে হস্তান্তর না করেন, তবে হেবা দলিল বাতিলের ঝুঁকি থাকে।

উদাহরণ হিসেবে, সম্প্রতি এক বোন তার প্রবাসী স্বামীর পাঠানো অর্থ দিয়ে বড় ভাইয়ের কাছ থেকে সম্পত্তি কিনেছিলেন। সরকারি ফি বাঁচাতে তারা সাবকলা দলিলের পরিবর্তে হেবা দলিল করে নেন। কিন্তু লেনদেনের মাধ্যমে ক্রয় হওয়ায় এটি হেবার মূল শর্ত  “বিনিময়বিহীন দান” লঙ্ঘন করেছে। পরবর্তীতে ভাই সম্পত্তির দখল হস্তান্তর না করায় এবং আদালতে বাতিলের আবেদন করলে সেই দলিল বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞের মতে, হেবা দলিলের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন বা শর্ত থাকা যাবে না। যদি সম্পত্তি অর্থের বিনিময়ে নেওয়া হয়, তবে অবশ্যই সাবকলা দলিল করতে হবে। অন্যথায় দানকারী যেকোনো সময় আদালতের মাধ্যমে হেবা দলিল বাতিল করতে পারেন, যার ফলে অর্থও হারাতে হবে এবং সম্পত্তিও পাওয়া যাবে না।

হেবা করার সময় শতভাগ শর্ত মেনে এবং প্রয়োজনীয় দখল হস্তান্তর নিশ্চিত করেই দলিল সম্পন্ন করতে হবে, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা বা ক্ষতির সম্মুখীন না হতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়