ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ১২ আগস্ট ) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ এলাকা থেকে মর্টার শেল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি পুলিশ হেফাজতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় জেলে কামাল হোসেন তার সহযোগিদের সঙ্গে নিয়ে ঘুঙুর নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকারে যান। এ সময় তাদের জালে উঠে আসে মর্টার শেল সদৃশ বস্তু। তারা এটিকে তাদের সংরক্ষণে রেখে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া ঘটনাস্থলে যান এবং মর্টার শেল সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন। ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, উপজেলার নাগাইশ এলাকা থেকে উদ্ধার করা মর্টার শেল সদৃশ বস্তুটি পুলিশের হেফাজতে রয়েছে। বোমা বিশেষজ্ঞ দলকে এ বিষয়ে আবেদনের মাধ্যমে অবহিত করা হয়েছে। তারা এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।