শিরোনাম
◈ ৪২ ধরনের আয় করমুক্ত সরকারি কর্মকর্তা–কর্মচারীদের, সেগুলো কী কী ◈ ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজন আটক ◈ হাসিনা আমলে ইসরায়েলি স্পাইওয়্যারসহ নজরদারির সরঞ্জাম কেনা নিয়ে তদন্ত কমিটি ◈ কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার ◈ তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তারেক রহমান, নিরাপত্তা নিয়ে শঙ্কা জোরালো ◈ ধামরাইয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু ◈ বাংলাদেশে চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইনের উদ্বোধন: ১২ ঘণ্টায় পৌঁছাবে ৫০ লাখ লিটার তেল ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশের জন্য ছিল বড় মানসিক প্রেরণা: প্রধান উপদেষ্টা ইউনূস ◈ কোন সরকার পার পায় নাই, যেখানে আমার পরিবারের সদস্য নাই: হুম্মাম কাদের (ভিডিও) ◈ শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধের দোকানে জরিমানা

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রান উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে সদর বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উক্ত বাজারের বিভিন্ন মেডিসিনের দোকানে সরকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং বিভিন্ন কোম্পানীর সেম্পল ঔষধ বিক্রির দায়ে নগদ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে। এ ভ্রাম্যমান আদালতের অন্যারা হলেন-জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ রোকনুজ্জামান, চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক হাসান, ইউএনও’র সিএ উজ্জল হোসেন, সহায়ক ইব্রাহিম হোসেন ও তিন পুলিশ কনস্টেবল প্রমূখ। 

জানা যায়, ওই দিন বিকেলে উপজেলা সদর বাজারের বিভিন্ন ঔষধ বিক্রেতার দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। দোকানগুলোতে সরকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং বিভিন্ন কোম্পানীর সেম্পল ঔষধ বিক্রির দায়ে উপজেলার আধুনিক ফার্মা ঔষধেে দোকানে নগদ ২০ হাজার টাকা জরিমান ধার্য করেন ভ্রাম্যমান আদালত।

এছাড়া উপজেলা বাজারের জাহিদ ফার্মেসীকে ১০ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও মক্কা-মদিনা ফার্মেসীকে ২ হাজার টাকা সহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসব জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়