শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান; কারণ হিসাবে যা জানালো সহযোদ্ধারা ◈ বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় বড় সংশোধন আসছে ◈ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ গার্মেন্টস মালিকদের দুর্দশা দেখার কেউ নেই: অনন্ত জলিল (ভিডিও) ◈ নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে! ◈ বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চেয়েও স্পর্শকাতর— আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত হুঁশিয়ারি ◈ জাতীয় স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: মামুনুল হকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আশ্বাস ◈ জাপান সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ও প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা ◈ সরকারি চাকরি অধ্যাদেশ জারি, যে চার অপরাধে শাস্তি ◈ এমপি মনোনয়ন পেলেন আমীর হামজা

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হা‌সিনার বিকল্প জনগন খুঁ‌জে নি‌য়ে‌ছে : হাসনাত 

কল‌্যাণ বড়ুয়া : চট্টগ্রা‌মের বাঁশখালীতে এন‌সি‌পির দ‌ক্ষিনাঞ্চ‌লের মুখ‌্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রবিবার (২৫ মে) র‌বিবার দুপুরে উপজেলা প‌রিষদ মা‌ঠে পথসভায়  ব‌লেন,আমরা যখন চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে পথসভা কর‌ছি তখ‌নি স‌চিবাল‌য়ে এক‌টি গ্রুপ চক্রান্ত অ‌স্থিরতা তৈ‌রি কর‌ছেন, ভূ‌লে যা‌বেন না,আপনারা নি‌জে‌দের বিকল্প হীন ম‌নে আ‌ছে,‌বিশ্ব‌বিদ‌্যালয় পাশ করা হাজার হাজার পাশ ক‌রা ছাত্র বেকার আ‌ছে। আপনা‌দের জায়গায় তা‌দের বসা‌নোর ব‌্যবস্থা করা হ‌বে।

কোন ধর‌নের বিভ্রা‌ন্তি না ক‌রে বিচার সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়‌নের জন‌্য সরকার‌কে সহ‌যো‌গিতার আহবান জা‌নিয়ে তি‌নি ব‌লেন,হা‌সিনা সরকার আর আস‌বেন না। হা‌সিনার বিকল্প জনগন খুঁ‌জে নি‌য়ে‌ছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বতীকালীন সরকারকে সফল করতে হবে বলেন  জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকারকে বিতর্কিত করতে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বতীকালীন সরকারকে সফল করতে হবে।  বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও বলেন, বাংলাদেশে আর কখনও হাসিনার সরকার ফিরবে না। গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন। বাঁশখালীর প্রধান সড়কটি সংকীর্ণ। সড়কটি চারলেন করতে এনসিপির স্থানীয় নেতৃত্ব কাজ করবে ব‌লে তি‌নি উ‌ল্লেখ ক‌রেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন এনসিপির দ‌ক্ষিণাঞ্চ‌লের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এ সময় উপ‌স্থিত ছি‌লেন ও বক্তব‌্য রা‌খেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব
মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু,  যুগ্ম মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক ইমন সৈয়দ, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মোঃ জোবাইর, ইজাজ আহমেদ, মো. জিসান, বাঁশখালী উপজেলা ছাত্র প্রতিনিধি সালাহ্উদ্দিন ফারুকী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়