শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ১০ হাজার, মৃত্যু ৪৪

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] চলতি বছরের প্রথম নয় মাসেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া এই রোগে মৃত্যু হয়েছে ৪৪ জনের। শনিবার (২৩ সেপ্টেম্বর) ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক এ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪।

[৪] গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩শ’ ৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ’ ৯৭ জন। আর গত নয় মাসে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১শ’ ৩৮ জনে।

[৫] গত ২৪ ঘণ্টায় নতুন মারা যাওয়া ৪ ব্যক্তিরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার বাঘবাড়ি গ্রামের কালিপদ পালের ছেলে কৃষ্ণপদ পাল (৪০), সদরপুর উপজেলার জাকেরের ডাঙ্গী গ্রামের আ: খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাইতকান্দি গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)।

[৬] ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক জানান, 'ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খাদিজা বেগম, কৃষ্ণপদ পাল ও সজিব মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজল মোল্যা নামে অপর আরেকজন মারা যান।' 

[৭] তিনি আরো জানান, 'গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১শ’ ৪ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩শ’ ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।'

[৮] ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩শ’ ৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ’ ৯৭ জন। 

[৯] এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩শ’ ৬১ জন, জেনারেল হাসপাতালে ৯৫ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৬ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৩ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৪ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন এবং ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

[১০] ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১শ’ ৩৮ জন। এর মধ্যে ৯ হাজার ১শ’ ৯৭ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

[১১] সিভিল সার্জন বলেন, ফরিদপুরে প্রতিদিনই ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বাড়ানো, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও মশা নিধন অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, অতি দ্রুতই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়