শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৩২ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ সহ নানান দুর্যোগ নিয়ে চ্যানেল আইয়ের মাসিক অনুষ্ঠান "দুর্যোগ কথা"

মনিরুল ইসলাম  : প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ সহ নানান দুর্যোগ নিয়ে চ্যানেল আইয়ের মাসিক অনুষ্ঠান "দুর্যোগ কথা" প্রচারিত হচ্ছে প্রতিমাসের সপ্তাহে। এ মাসের বিষয় : সুযোগ মোকাবেলায় জনগণের ভূমিকা ও সরকারের করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য  অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুক ই আজম। 

তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাণ মন্ত্রণালয়ের আধুনিকায়নের  পক্ষে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপগুলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে উন্নত ভূমিকা পালন করবে এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে ভূমিকা রাখবে। তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন বাহিনী থেকে একটি যৌথ বাহিনী তৈরি করবেন যারা দুর্যোগ কালীন অবস্থায় দুর্যোগ মোকাবেলায়  অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নত উন্নত ট্রেনিং এর ব্যবস্থা করবেন। 

মোহাম্মদ মনসুরুল হকের পরিকল্পনা ও উপস্থাপনা এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় দুর্যোগ কথা অনুষ্ঠানের দশম পর্বের অতিথি হিসেবে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ অনেকগুলো সত্য গ্রহণ করেছে, যে সিদ্ধান্তগুলো কার্যকর হলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

 এ অনুষ্ঠানটি প্রচার হবে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে শুধুমাত্র চ্যানেল আইতে। এ অনুষ্ঠানে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র-ছাত্রীরা প্রশ্ন পর্বে অংশগ্রহণ করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়