শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ সহ নানান দুর্যোগ নিয়ে চ্যানেল আইয়ের মাসিক অনুষ্ঠান "দুর্যোগ কথা"

মনিরুল ইসলাম  : প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ সহ নানান দুর্যোগ নিয়ে চ্যানেল আইয়ের মাসিক অনুষ্ঠান "দুর্যোগ কথা" প্রচারিত হচ্ছে প্রতিমাসের সপ্তাহে। এ মাসের বিষয় : সুযোগ মোকাবেলায় জনগণের ভূমিকা ও সরকারের করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য  অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুক ই আজম। 

তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাণ মন্ত্রণালয়ের আধুনিকায়নের  পক্ষে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপগুলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে উন্নত ভূমিকা পালন করবে এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে ভূমিকা রাখবে। তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন বাহিনী থেকে একটি যৌথ বাহিনী তৈরি করবেন যারা দুর্যোগ কালীন অবস্থায় দুর্যোগ মোকাবেলায়  অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নত উন্নত ট্রেনিং এর ব্যবস্থা করবেন। 

মোহাম্মদ মনসুরুল হকের পরিকল্পনা ও উপস্থাপনা এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় দুর্যোগ কথা অনুষ্ঠানের দশম পর্বের অতিথি হিসেবে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ অনেকগুলো সত্য গ্রহণ করেছে, যে সিদ্ধান্তগুলো কার্যকর হলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

 এ অনুষ্ঠানটি প্রচার হবে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে শুধুমাত্র চ্যানেল আইতে। এ অনুষ্ঠানে ঢাকা  বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র-ছাত্রীরা প্রশ্ন পর্বে অংশগ্রহণ করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়