শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৩:০০ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের ছবিতে হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাংলাদেশের বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের বলিউডের সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছিলো কয়েকবছর আগেই। কিন্তু শেষ পর্যন্ত কোনো এক অজানা কারণে সিনেমাটি নির্মিত হয়নি। তবে এবার বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন আলম। তার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন ভারতের আরেক বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তাদের সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন পুলিশ হত্যা মামলার মোস্ট ওয়ান্টেড আসামী আরাভ খান। যার বিরুদ্ধে ইন্টারপোল থেকেও গ্রেফতারি পরওয়ানা জারি করা আছে।

[৩] সামাজিক মাধ্যমে হিরো আলমের পোস্ট করা একটি ভিডিওতে এসব তথ্য জানা যায়। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন আলম। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি। এরপরই তাকে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে। এ প্রসঙ্গে ভিডিওতে হিরো আলম বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। সিনেমাটা প্রযোজনা করবেন আরাভ খান।

[৪] ওই ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে বলেন, দেখো সালমান ভাই (সালমান খান), বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।

[৫] ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।

[৬] এ সিনোম প্রসঙ্গে ফেসবুকে দেয়া আলাদা একটি পোস্টে হিরো আলম লিখেছেন, ‘বলিউডে এবার  হিরো আলম, রাখি সাওয়ান্ত সাথে। মুভি গ্যাংস্টার আরাব খান প্রযোজিত।’

[৭] এর আগে আরাভ খানের পুলিশ হত্যাকাণ্ড মামলার প্রসঙ্গ সামনে আসায় হিরো আলম বলেছিলেন, আরাভকে গ্রেফতারে তিনি পুলিশকে সাহায্য করবেন। অথচ, আরাভের সঙ্গে তার বর্তমান সখ্যতা বলছে ভিন্ন কথা। এ প্রসঙ্গে জানতে মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি তাকে। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়