শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংহাই উৎসবে লড়বে যেসব ইরানি ছবি

রাশিদ রিয়াজ: ২৫তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানি পরিচালকদের আরও ছয়টি সিনেমা প্রদর্শিত হবে। এর আগের ৫টি সিনেমা প্রদর্শনের কথা জানানো হয়। “তৃতীয় বিশ্বযুদ্ধ”, “লীলার ভাই”, “সেন্ট অফ উইন্ড” এবং “নো বিয়ার”-কে ভিভা লা ফেস্টিভাল বিভাগে প্রদর্শনের জন্য বাছাই করা হয়েছে। উৎসবের এই বিভাগটিতে বিশ্বের সাম্প্রতিক পুরস্কারপ্রাপ্ত বা মনোনীত চলচ্চিত্রগুলির পর্যালোচনা করা হয়।

হুমান সেয়েদি পরিচালিত ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ছিল ২০২৩ সালের অস্কারে ইরানের জমা দেওয়া চলচ্চিত্র।
এর আগে জানানো হয়, চীনের ২৫তম সাংহাই চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে ‘দ্য অ্যানোয়েড’, ‘কজ অব ডেথ: আননোন’, ‘১.৫ হর্সপাওয়ার’, ‘ডলফিন বয়’ এবং ‘দ্য প্যাশন অব মাহমুদ’ নামে পাঁচটি ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

মেহেদিফারদ গাদেরি রচিত ও পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘দ্য অ্যানোয়েড’ উৎসবের প্রতিযোগিতা বিভাগে জাপান, ভারত, যুক্তরাজ্য, স্পেন, জর্জিয়া, বেলজিয়াম এবং ইতালির চলচ্চিত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

রসুল কাহানির ‘১.৫ হর্সপাওয়ার’ এবং আলী জারনেগারের ‘কজ অব ডেথ: আননোন’ সাংহাই ফিল্ম ফেস্টিভালের এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে দেখানো হবে।

মোহাম্মদ খিরান্দিশ পরিচালিত ইরানি অ্যানিমেশন ‘ডলফিন বয়’ অ্যানিমেটেড ফিচার বিভাগে দেখানো হবে।

সাংহাই ফিল্ম ফেস্টিভালের ডকুমেন্টারি ফিচার বিভাগে অংশ নেবে দাউদ আবদোলমালেকির ইরানি ডকুমেন্টারি ‘দ্য প্যাশন অব মাহমুদ’।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবটি ৯ থেকে ১৮ জুন অনুষ্ঠিত হতে চলেছে। সূত্র: তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়