শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ১০:১৪ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ১০:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে বিচারক রাতে পর্ন তারকা, মাসে আয় ২২ ডলার

জাফর খান: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি আদালতে বিচারক হিসবে এতদিন কর্মরত ছিলেন। কিন্ত কেউ জানতেন না রাতে তার পেশা কি ছিল। আর এবারে এই তথ্যটি সামনে আসায় রীতিমত সমালোচিত হওয়ার পাশাপাশি হারালেন বিচারকের পদ। ডেইলি মেইল 

৩৩ বছর বয়সী  বিচারক গ্রেগরি এ. লক রাতের বেলা এডাল্ট সাইটে পর্নতারকা হিসেবে কাজ করে অর্থ উপার্জন করতেন। 

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক পর্নসাইটে গ্রেগরির অ্যাকাউন্ট খোলা রয়েছে। আর এমনই একটি  পর্নসাইটে মাসিক চার্জ হিসেবে গ্রাহকদের কাছ থেকে এই আয় করতেন।

অন্যদিকে আরেকটি সাইটের তথ্য সূত্রে জানা যায়, সেখান থেকে লক আয় করতেন প্রায় ১০ ডলার। এই মিলিয়ে আপাতত মাসে ২২ ডলার আয়ের খোজ পাওয়া যায়। অন্যদিকে জাস্ট ফর ফান নামক একটি পর্ন্সাইটের মালিক ডমিনিক ফর্ড জানান, এই ধরনের সাইট থেকে মাসে ১০ হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব। নিউ ইয়র্ক পোষ্ট 

লকের অ্যাকাউন্টটিতে পর্নোগ্রাফি ও অ্যাডাল্ট পার্টির কয়েক ডজন ছবি ও ভিডিও দেওয়া ছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে লক টুইটারে এক্স-রেটেড ছবি এবং ভিডিও পোস্ট করে এক ক্যাপশনে লিখেন, আমি একজন বিচারক।

জি নিউজ ইন্ডিয়া জানিয়েছে, লকের বিরুদ্ধে ১০০ টি পর্ন সাইটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।  
 
নিউয়র্কের নারী কাউন্সিলর ভিকি পালাদিনো (৬৮)  লকের প্রত্যাহার চেয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আহবান জানান। 

নিউ ইয়র্ক সিটির আদালতের এক উচ্চ কর্মকর্তা বলেন, এ শহরের প্রতিটি স্তরের মানুষ আদালতের প্রতি পূর্ণ আস্থা রাখেন।  কিন্ত গ্রেগরির মতো এমন রুচির ব্যক্তিকে শীর্ষ এমন একটি পদে নিয়োগ করার ব্যাপারে আমাদের পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার প্রতি জনগণের আস্থা নষ্ট করেছে।

এদিকে, তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগে আইন মেনেই বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে বিচারক পদ থেকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়