শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসির আড়ালে বন্ধুত্বের স্মৃতি: মান্নাকে ‘বাংলাদেশের জেমস বন্ড’ বলেছিলেন জাহিদ হাসান

চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পার হলেও কমেনি তাঁর জনপ্রিয়তা ও আবেদন। বন্ধুবৎসল, প্রাণোচ্ছল এই নায়কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিনেতা জাহিদ হাসানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বন্ধুত্বের মধুর কিছু স্মৃতি তুলে ধরেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘একবার একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। সেখানেই বলেছিলাম, মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। আমার কাছে তিনি একেবারে জেমস বন্ড মনে হতেন।’ তিনি বলেন, কথাটি নিজেও মান্নাকে জানিয়েছিলেন।

প্রয়াত এই অভিনেতাকে মনে করে জাহিদ হাসান আরও বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে আমার ভালো লাগে। আমি কেন কাউকে ছোট করব?’

লন্ডন সফরের এক অভিজ্ঞতা শেয়ার করে জাহিদ হাসান বলেন, ‘তিন-চার দিন আমরা বার্গার খাচ্ছিলাম। হঠাৎ মান্না ভাই বললেন, ভাইজান ভাত খেতে ইচ্ছা করছে, মাছ দিয়ে ভাত। এরপর জানলাম, যেখান থেকে আমরা আছি, সেখান থেকে প্রায় চারশ কিলোমিটার দূরে ভাত পাওয়া যাবে। আমরা রওনা দিলাম। বললাম, এটা কি কোনো কথা! উনি হেসে বললেন, “বুঝ না ভাইজান, ভাত খেতে তো হবে।” এটাই ছিল মান্না ভাই, প্রাণোচ্ছল ও মাটির মানুষ।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার মান্না। তবে তাঁর ব্যক্তিত্ব, বন্ধুত্ব আর জনপ্রিয়তা আজও স্মরণীয় হয়ে আছে সহশিল্পীদের হৃদয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়