শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে আবেগঘন পোস্ট দিলেন বুবলি

শবনম বুবলি

শিমুল চৌধুরী ধ্রুব: শাকিব খানের ধর্ষণ ইস্যু নিয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যম সরগরম। অভিনেতার দুর্দিনের শুরু থেকেই তার পাশে আছেন প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস। আরেক প্রাক্তন স্ত্রী শবনম বুবলি সরাসরি পাশে না দাঁড়ালেও শেষমেষ সামাজিক মাধ্যমে জানান দিলেন তিনিও পাশে আছেন শাকিবের।

সোমবার (২০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে শাকিব খানের সাফাই গেয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বুবলী। যা নিয়ে বিতর্ক চলমান। এবার আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি। এটি অবশ্য শাকিব খানকে কেন্দ্র করে নয়। এবারের পোস্টটি তিনি দিয়েছেন একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনকে কেন্দ্র করে। 

২০২০ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করে সে। মঙ্গলবার (২১ মার্চ) তিন পেরিয়ে চার বছরে পা রাখল শাকিব-বুবলির ছেলে বীর। এদিন রাত ১২টা ১৩ মিনিটে ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলি। এর ক্যাপশনে লেখেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি।’

তিনি লেখেন, ‘তোমাকে বুকে নেওয়ার পর কি যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনি হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা। কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।’

সর্বশেষ অভিনেত্রী লেখেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগযোগমাধ্যমে প্রথম বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন তিনি। সেসময় দেয়া স্ট্যাটাসে লেখেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটি তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।’ এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

এসসিডি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়