শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিবাহিত নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন গায়ক, ছড়িয়ে পড়ল খবর

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক ও প্রযোজক এমসি মংকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান হানড্রেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা চা গা-ওনের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে কোরীয় গণমাধ্যমে। 

একাধিক কোরীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, বিবাহিত নারী চা গা-ওনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন এমসি মং। অভিযোগে বলা হয়, চা গা-ওন তাকে একাধিকবার বড় অঙ্কের অর্থ ও বিলাসবহুল গাড়ি উপহার দেন।

পাশাপাশি দুজনের ব্যক্তিগত কথোপকথনের কথিত রেকর্ডও সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এমসি মং। এক বিবৃতিতে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, এসব ভুয়া তথ্য ছড়ানোর ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ফাঁস হওয়া কথোপকথনের রেকর্ড প্রসঙ্গে এমসি মং দাবি করেন, সেগুলো সম্পাদিত ও সম্পূর্ণভাবে বানানো। তার ভাষায়, রেকর্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই বিকৃত করা হয়েছে।

উল্লেখ্য, এমসি মং ২০২৩ সালে চা গা-ওনের সঙ্গে যৌথভাবে ওয়ান হানড্রেড প্রতিষ্ঠা করেন। চলতি বছরের জুন মাসে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এ বিষয়ে এমসি মং জানান, চা গা-ওনের সঙ্গে তার সম্পর্ক ছিল পুরোপুরি পেশাদার। কোম্পানিকে রক্ষা করতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

এদিকে, এক পৃথক বিবৃতিতে ওয়ান হানড্রেডও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটি জানায়, অভ্যন্তরীণ তদন্তে ফাঁস হওয়া কথোপকথনের রেকর্ড সম্পাদিত বলে প্রমাণ পাওয়া গেছে।

‘ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে বড় দুঃসংবাদ, আসছে ‘স্পাইডার-ম্যান ৫’! ওয়ান হানড্রেডের বিবৃতিতে আরও বলা হয়, আমাদের শিল্পী ও ব্যবস্থাপনার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হলে আমরা তা কোনোভাবেই বরদাশত করব না।

পাশাপাশি জনসাধারণকে ভিত্তিহীন জল্পনা ও সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়