শিরোনাম
◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি ◈ বাংলাদেশ সফর স্থগিত করায় শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পেলো ভারত ◈ সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দাপুটে জয় ◈ ১১ মাস ধরে বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য বৈঠক, বেনাপোলে বাণিজ্যে স্থবিরতা ◈ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের আদেশ সারা দেশে স্থগিত করলেন মার্কিন ফেডারেল বিচারক ◈ ১০০ বছর বয়সেও কর্মচঞ্চল মাহাথির: দীর্ঘায়ুর ৬টি অভ্যাস জানালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ১১:৩৭ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান

মনিরুল ইসলাম: চলচ্চিত্র তারকা শাকিব খানকে নিয়ে ‘মেগাস্টার’ শব্দের ব্যবহার নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা জাহিদ হাসান। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমার এই অভিনেতার একটি বক্তব্য নিয়ে শাকিব ভক্তদের মাঝে অসন্তোষ দেখা দেয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

শাকিব খানের আগে ‘মেগাস্টার’ বিশেষণ ব্যবহারে আপত্তি জানিয়ে জাহিদ হাসান বলেছিলেন, নামই যথেষ্ট—টম ক্রুজ, সালমান খান, শাহরুখ খান, ম্যারাডোনা কিংবা মেসির নামের সামনে কিছু যুক্ত করতে হয় না। এই বক্তব্যে অনেকেই মনে করেন, তিনি শাকিব খানকে ছোট করে দেখাতে চেয়েছেন।

ব্যাখ্যায় জাহিদ হাসান: "আমি কাউকে ছোট করতে চাই না"
বুধবার বিনোদন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হাসান এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি কাউকে ছোট করতে চাই না। আমি নিজেই একজন সাধারণ মানুষ, আমি কাকে ছোট করব? আমি বলতে চেয়েছিলাম, যেমন টম ক্রুজ বা মেসিদের নাম শুনলেই বোঝা যায়—তাদের পরিচয়ে আর কিছু যোগ করতে হয় না। তেমনই কেউ যদি সত্যিকার অর্থে ‘বড়’ হয়, তার নামই যথেষ্ট হয়ে ওঠে।”

তিনি আরও বলেন, “আমার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি যেভাবে বলতে চেয়েছিলাম, হয়তো সেভাবে প্রকাশ করতে পারিনি। তবে আমার উদ্দেশ্য ছিল ইতিবাচক। আমি শাকিব খানকে সম্মান করি, তার উত্তরোত্তর উন্নতি কামনা করি।”

"শাকিব খান আমার দেশের গর্ব"
জাহিদ হাসান বলেন, “আমি চাই শাকিব খান শুধু এই বলয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বড় জায়গায় যাক। যেদিন সে আন্তর্জাতিক অঙ্গনে আরও উচ্চতায় পৌঁছাবে, সেদিন আমি গর্বিত হব—কারণ সে আমার দেশের সন্তান।”

তিনি আরও যোগ করেন, “শাকিব খান আমার পরে ইন্ডাস্ট্রিতে এসেছে, সে আমার জুনিয়র। তবুও তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। আমি সবসময় তার মঙ্গল কামনা করি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়