শিরোনাম
◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি ◈ বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৬ ◈ নিজ এলাকায় সন্ধ্যার পর ১৫ শতাংশের বেশি মানুষ নিরাপদ বোধ করেন না, তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর!

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১১:৫২ রাত
আপডেট : ২০ জুন, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও)

ওটিটি প্ল্যাটফর্মের টুকটাক যারা খোঁজ রাখেন, তাদের কাছে বেশ পরিচিত নাম নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ‘তাকদীর’ ও ‘কারাগার’-এর পর এবার তিনি হাজির হচ্ছেন আরেক সিরিজ ‘গুলমোহর’ নিয়ে। এরইমধ্যে কাস্টিংয়ের জন্যই সিরিজটি তুমুল আলোচনায়। কারণ সিরিজে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

চরকি’র সৌজন্যে অনলাইনে আড্ডার সুযোগ হয় শাশ্বতের সঙ্গে। তিনি বাংলাদেশে তার প্রথম আসার স্মৃতি তুলে ধরেন।

বলেন, আকাশপথে ওপর দিয়ে বহুবার গিয়েছেন। কিন্তু বাংলাদেশে আসা হয়নি। প্রথমবার এসেই তিনি আতিথিয়তায় মুগ্ধ।

শাশ্বত বলেন, এয়ারপোর্টে দু’জন কর্মকর্তা জিজ্ঞেস করেছিল, কেন এসেছেন। শ্যুটিংয়ের জন্য এসেছেন জানালে শুরুতে তারা নাকি বলেন, বাংলাদেশে ঢুকতে দেবে না। পরে বলেন, চা না খেলে বাংলাদেশে ঢুকতে দেবেন না। এমন আতিথিয়তা দিয়ে বাংলাদেশে ঢোকেন বলে জানান তিনি।

তিনি বলেন, একসময় কলকাতায় অ্যান্টেনায় বুস্টার লাগালে বাংলাদেশ টেলিভিশন দেখা যেত। তখন থেকে এদেশের টিভি নাটকের সঙ্গে পরিচয় তার। খুব ভালো ভালো নাটক হতো বলে মন্তব্য করেন তিনি।

জানা গেছে, ‘গুলমোহর’ সিরিজের গল্প শুনেই রাজি হয়ে যান কলকাতার এ অভিনেতা। যেটির মাধ্যমে প্রথমবারের মতো দেশের কোনা কনটেন্টে দেখা যাবে শাশ্বতকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়