শিরোনাম
◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০২:১৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকপ্রিয় নায়িকা শাবনূরের অনুরোধ

ঢালিউডের একসময়ের তুমুল দর্শকপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘ সময় ধরেই পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। পর্দার বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এ নায়িকা। সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে বেশ গ্ল্যামারাস রূপেই দেখা মেলে তার। 

যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রল করছেন অনেকেই। তবে বিতর্ক কিংবা ট্রল নিয়ে চুপ থাকেননি নায়িকা। মঙ্গলবার রাতে এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি। তাতে শাবনূর লিখেন, অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি। কোনো অ্যাডমিন নিয়োগ দেইনি। আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দ-বেদনার বিষয় থাকলে তা সবার সঙ্গে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই মন্তব্য করেন। 

এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন। অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। শাবনূর ক্ষোভের সুরে বলেন, কে কী পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না! যদি আমার শেয়ারকৃত কিছু কারও ভালো না লাগে, তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। এখানেই থামেননি অভিনেত্রী। 

তিনি অনুরোধ করে আরও বলেন, একান্তই যদি আমার কর্মকাণ্ড কারও পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন। অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার, কথা বলার ভাষা, এইসব ব্যাপার আমাদের পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে। মন্তব্য করার ক্ষেত্রে আমরা যেন একে-অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়