শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুবেলকে ঘিরে মৃত্যুর গুজব, সোহেল রানার হুঁশিয়ারি

সাম্প্রতিক সময়ে চিত্রনায়ক রুবেলকে ঘিরে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিভিন্ন ফেক আইডি থেকে এই গুজব ছড়ানো হয়, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রুবেল নিজে এবং তাঁর বড় ভাই, খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক সোহেল রানা।

সোহেল রানা তাঁর ফেসবুক পেজে একটি স্থিরচিত্র পোস্ট করে লেখেন, “আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি এমন ধরনের বাজে কথা প্রচার আবার কেউ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও সতর্ক করে বলেন, “সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।”

দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না রুবেলকে। সর্বশেষ তাঁকে দেখা গেছে রায়হান রাফির পরিচালনায় ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে। তবে গুজবের কারণে তাঁর বর্তমান অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

এদিকে সোহেল রানা নিজেও অভিনয় ও রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সম্প্রতি। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক বা অভিনয় সংক্রান্ত কর্মকাণ্ডে তাঁকে দেখা যাবে না। প্রযোজক হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন ‘পারভেজ ফিল্মস’, যেখান থেকে দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মিত হয়।

১৯৭৩ সালে মাসুদ রানা চরিত্রে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট জনপ্রিয় চরিত্রের ওপর ভিত্তি করে নির্মিত সেই চলচ্চিত্রই তাঁকে নিয়ে আসে আলোচনায়, এবং মাসুদ পারভেজ হয়ে ওঠেন পর্দার সোহেল রানা।

গুজবকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, সামাজিক মাধ্যমে এই ধরনের অপপ্রচার আর বরদাশত করা হবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়