শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০২:৫৬ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা

নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। আগুন তীব্রতা এতটাই বেশি যে, এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা পুরোপুরি খালি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ রাস্তাও। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী একে ‘জাতীয় জরুরি অবস্থা’ বর্ণনা করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান শমূলিক ফ্রিডম্যান বলেছেন, এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতির বাতাস পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।

দাবানলের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তেল আবিব ও জেরুজালেমকে সংযুক্ত করা প্রধান সড়ক ‘রুট ১’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষ ধোঁয়ার মধ্যে হেঁটে রাস্তা পার হচ্ছে। পরবর্তীতে জরুরি সহায়তা কর্মীরা ফাঁকা গাড়ির সারির মাঝে ছুটে বেড়াচ্ছিলেন, কেউ আটকা পড়ে আছে কি না খুঁজে দেখছিলেন।

দাবানলের উৎস কী তা এখনো জানা যায়নি। ফ্রিডম্যান বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণ থেকে এখনো অনেক দূরে রয়েছি।

দাবানল ইসরায়েলের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে, বিশেষ করে নেভে শালোম শহরের কাছে আগুনের তীব্রতা বেশি। এক ভিডিওতে দেখা যায়, আগুন ছড়িয়ে পড়েছে ব্যস্ত মহাসড়কের পাশেও।

দাবানল মোকাবিলায় ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর। ইতালি ও মেসিডোনিয়া থেকে তিনটি অগ্নিনির্বাপক প্লেন শিগগির ইসরায়েলে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ।

দাবানলের কারণে কমপক্ষে ১০টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দাবানল মোকাবিলায় কাজ করছে ১২০টি টিম, পাশাপাশি ১২টি প্লেন এবং হেলিকপ্টারও যুক্ত হয়েছে।

এ পর্যন্ত দু’টি হাসপাতালে এক ডজনের বেশি দগ্ধ ব্যক্তি ভর্তি হয়েছেন। সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়