শিরোনাম
◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায়

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০২:২১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল (ভিডিও)

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসটি উপলক্ষে বিএনপির ডাকে বেলা ২টায় নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এরই মধ্যে সমাবেশে যোগ দিচ্ছেন। এরই মধ্যে নয়াপল্টন সড়ক পরিপূর্ণ হয়ে একদিকে কাকরাইল অন্যদিকে নটরডেম কলেজ পর্যন্ত গিয়ে ঠেকেছে এই সমাবেশ।

এদিকে এই সমাবেশের শৃঙ্খলা ধরে রাখতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ইউনিটসমূহকে স্থান ভাগ করে সেই অনুযায়ী অবস্থান নিতে বলা হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী শ্রমিক দল হক বে হইতে নয়াপল্টন মসজিদ পর্যন্ত রাস্তার দুই পাশে এবং মূল মঞ্চের সামনে অবস্থান নিয়েছে। 

মঞ্চের পূর্ব পাশে পূবালী ব্যাংকের সামনে, মুক্তিযোদ্ধা দল ও পেশাজীবী মঞ্চের পশ্চিম পাশে হোটেল ভিক্টোরীর সামনে, যুবদল নয়াপল্টন মসজিদ হইতে চায়না মার্কেট পর্যন্ত রাস্তার দুই পাশে, ওলামা দল জোনাকী সুপার মার্কেটের সামনে, তাঁতীদল ও জাসাস সিটিহার্ট মার্কেটের সামনে, ছাত্রদল হক বে হইতে স্কাউট মার্কেট পর্যন্ত রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছে।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দল স্কাউট মার্কেট হইতে ঢাকা ব্যাংক পর্যন্ত রাস্তার দুই পাশে, কৃষক দল ঢাকা ব্যাংক হইতে নাইটিংগেল পর্যন্ত রাস্তার দুই পাশে, ঢাকা মহানগর উত্তর বিএনপি নাইটিংগেল হইতে কাকরাইল-বিজয়নগর পর্যন্ত রাস্তার দুই পাশে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পল্টন থানার সামনে থেকে নটরডেম কলেজ পর্যন্ত অবস্থান নিয়েছে। 

বিএনপির ঢাকা জেলা, মানিকগঞ্জ, গাজীপুর জেলা-মহানগর, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল নাইটিংগেল মোড় থেকে আনন্দ ভবন পর্যন্ত রাস্তার বিপরীত পাশে অবস্থান নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা-মহানগর পল্টন জোনাকী সিনেমা হল থেকে গাজী ভবন পর্যন্ত রাস্তার বিপরীত পাশে অবস্থান নিয়েছে। 

এই সমাবেশে বেলা ১২টার দিকে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি জানান, ‘আমরা যখন মিছিল সহকারে আসি তার আগেই নয়াপল্টন সড়ক শ্রমিক-জনতার অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে যায়। ফলে মূল সড়ক উপচে আশপাশের অলিগলিতে নেতাকর্মীরা অবস্থান নিতে দেখা যায়। স্রোতের মতো মিছিল আসছে।’  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের শ্রমিক নেতারাও বক্তব্য দেবেন। 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মূল মঞ্চ করা হয়েছে। উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়