শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহান মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১পহেলা মে) বৃহস্পতিবার সকালে শহরের টেংকের পাড়, পৌর মুক্ত মঞ্চসহ বিভিন্ন পয়েন্ট থেকে র‌্যালি বের হয়। সকালে রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া, শ্রমিক অধিকার পরিষদ ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লাল পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য র‍্যালী করে। 

র‌্যালি শেষে পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা মনির হোসেন, আলী আজম, মাহিনুর রহমান মাহিন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ রুকন উদ্দিন, রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সাহেদ মিয়া, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাদেরুজ্জামান সরকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা,১৮৮৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদ ও শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানান। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের দীর্ঘদিনের ও দাবি দাওয়া মেনে নেয়ার আহবান জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়