শিরোনাম
◈ বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল ◈ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করবে ভারত, জোড়া দাবি তুলবে নয়া‌দি‌ল্লি!  ◈ বিএনপি নেতার হুমকি কে পাত্তা না দিয়ে উল্টো ধমকালেন বকশীগঞ্জ থানার ওসি (ভিডিও) ◈ পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল! ◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০১:০৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার সামনেই নামী গায়কের থেকে ‘কু-প্রস্তাব’ পান গায়িকা, অতপর...

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। লোকগানের পাশাপাশি আধুনিক হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সময় এসে পারফর্ম করে গেছেন এই গায়িকা।

ক্যারিয়ারে সফলতা পেলেও এই সাফল্যের পেছনে রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনাই তুলে ধরলেন তিনি। জানালেন, এক গায়ক গাড়িতে বসেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন।

গায়িকা বলেন, ঘটনাটা ২০১২ সালের। একজন সেলিব্রিটি গায়কের সঙ্গে একটি প্রোগ্রামে যাচ্ছি। গাড়িতে আমার বাবা সামনের সিটে বসা। ওই গায়ক ছিলেন পেছনে আমার পাশের সিটে। উনি ইশারায় আমাকে বলেছিলেন, ওনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য।

বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ইমন। গায়কের কু-প্রস্তাবের জবাবে ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও? আপনি কি এখনই করতে চান?

এত বছর পর সেই ঘটনা ফাঁস করলেও সেই গায়কের নাম ফাঁস করেননি ইমন। শুধু জানালেন, প্রত্যেকের ক্যারিয়ারেই স্ট্রাগল থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফিরতেন। সহজ ছিল না এই সফর।

ওই সাক্ষাৎকারে মিডিয়ার ওপর ক্ষোভ প্রাকশ করে ইমন বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেসব নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়