শিরোনাম
◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা ◈ 'মৌসুম যেমনই হোক, বন্ধুত্ব থাকবে', ভারত-মালদ্বীপ সম্পর্কের ‘বরফ গলছে! (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৯:৫৪ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দু'জনকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশীকে ফেরত আনা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দু'জনকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাত ২টার পর বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিএসএফের হাতে আটক হওয়া ওই দুই বাংলাদেশী হলেন ধবলসতি এলাকার বাসিন্দা ও এসএসসি পরীক্ষার্থী মাহফুজ আলম ইমন ও তার মামা সাজেদুল ইসলাম।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার আগে পাটগ্রাম উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

স্থানীয়রা জানান, পাটগ্রামের ধবলসতি সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলার এলাকার সীমান্তে একটি চা বাগানে মহাস্থানগড় বগুড়া থেকে বেড়াতে আসা সাজেদুলকে নিয়ে ছবি তুলতে গিয়েছিলেন ইমন। এ সময় বিএসএফের ২৫-৩০ জনের একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর পতাকা বৈঠকের মাধ্যমে আটক হওয়ার প্রায় আট ঘণ্টা পর তাদের ফিরিয়ে আনা হয়।

এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, বিজিবির পতাকা বৈঠকে পর বিএসএফের হেফাজতে থাকা দু'জন বাংলাদেশীকে ফেরত দেয়া হয়েছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র : ইউএনবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়