এস এম সালাহউদ্দিন, আনোয়ারা, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুরুত্বপূর্ণ সেন্টার মহালখান বাজার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ।
সলিং ইট বসানো এ সড়কের অধিকাংশ ইট ভেঙে পড়ে গেছে, কোথাও কোথাও কাদায় ভরে রয়েছে পুরো রাস্তা।স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর ওপর ভাসমান দোকান বসায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং বাজারে যাতায়াতকারী সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, প্রতিদিন হাজারো মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু রাস্তাটির এমন অবস্থা দেখে মনে হয়, কর্তৃপক্ষের নজরেই আসেনি। এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনে সংযোগ পাওয়া যায়নি।