শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল!

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ হঠাৎ করে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বিএনপির সাবেক কেন্দ্রীয় সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর রাজারবাগে অনুষ্ঠিত “নাগরিক ভাবনায় জনতার পুলিশ” শীর্ষক এক সভায় হঠাৎ ক্ষুব্ধ হয়ে পড়েন।

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এর তৃতীয় দিনে পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। সেখানে আসিফ আকবর সবার সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক কথা বললেন, আমি শুনছি তো। আমরা এখানে আসছি, আমরা কথা বলার সুযোগ পাই না, আপনারাই কথা বলেন। এটা তো হবে না।’

তিনি আরও বলেন, “আপনারা সবসময় এমন ভাবেন যে আপনারাই সব বোঝেন, আর আমরা বাইরের লোক!” এক পর্যায়ে তিনি বসে গেলেও পরে আবার বলেন, “ভেরি আনফেয়ার। ঠিক হয় নাই কাজটা আপনাদের।”

এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ কেউ আসিফ আকবরের স্পষ্ট বক্তব্য ও সাহসিকতার প্রশংসা করেন, আবার অনেকে তাঁর আচরণ নিয়ে সমালোচনায় মুখর হন।

সভায় আরও উপস্থিত ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবির, শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, পিএসসির সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম ও নুরুল হুদা।

সভা শেষ করেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও উপকমিটির সভাপতি গোলাম রসুল। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, খেলোয়াড়, লেখক, ধর্মীয় নেতা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়