শিরোনাম
◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল!

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ হঠাৎ করে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বিএনপির সাবেক কেন্দ্রীয় সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর রাজারবাগে অনুষ্ঠিত “নাগরিক ভাবনায় জনতার পুলিশ” শীর্ষক এক সভায় হঠাৎ ক্ষুব্ধ হয়ে পড়েন।

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এর তৃতীয় দিনে পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। সেখানে আসিফ আকবর সবার সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক কথা বললেন, আমি শুনছি তো। আমরা এখানে আসছি, আমরা কথা বলার সুযোগ পাই না, আপনারাই কথা বলেন। এটা তো হবে না।’

তিনি আরও বলেন, “আপনারা সবসময় এমন ভাবেন যে আপনারাই সব বোঝেন, আর আমরা বাইরের লোক!” এক পর্যায়ে তিনি বসে গেলেও পরে আবার বলেন, “ভেরি আনফেয়ার। ঠিক হয় নাই কাজটা আপনাদের।”

এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ কেউ আসিফ আকবরের স্পষ্ট বক্তব্য ও সাহসিকতার প্রশংসা করেন, আবার অনেকে তাঁর আচরণ নিয়ে সমালোচনায় মুখর হন।

সভায় আরও উপস্থিত ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবির, শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, পিএসসির সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম ও নুরুল হুদা।

সভা শেষ করেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও উপকমিটির সভাপতি গোলাম রসুল। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, খেলোয়াড়, লেখক, ধর্মীয় নেতা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়