শিরোনাম
◈ বৃষ্টি কত দিন হবে, জানাল আবহাওয়া অফিস! ◈ যে কারণে আটকে গেল চার বিমানবন্দর সম্প্রসারণ কাজ! ◈ যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে ◈ কুমিল্লার মুরাদনগরে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ ◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার প্রধান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন হাঁটুর চোট কাটিয়ে গত মার্চে অনুশীলনে যোগ দিয়েছিলেন । এবার ম্যাচ খেলার জন্যও প্রস্তুত হয়েছেন স্প্যানিশ ক্লাবটির অধিনায়ক। লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচ দিয়ে দীর্ঘ সাত মাস পর জার্মান এই গোলকিপারের মাঠে নামবেন বলে নিশ্চিত করেছেন কোচ হানসি ফ্লিক। --- অলআউট স্পোর্টস

গত সেপ্টেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে ডান হাঁটুর নিচের টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায় টের-স্টেগেন। এরপর তার অস্ত্রোপচার করানো হয়। সে সময় ধারাণা করা হচ্ছিল, পুরো মৌসুমই তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। কিন্তু সময়ের আগেই সেরে ওঠায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালের স্কোয়াডে জায়গা পান টের স্টেগান।

৩৩ বছর বয়সী এই গোলকিপার ছিটকে যাওয়ার পর তার বদলি হিসেবে পোল্যান্ডের ভয়চেক স্ট্যান্সনিকে দলে নেয় বার্সেলোনা।

লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে যেতে শনিবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার ফ্লিক বলেন, সে (টের স্টেগেন) ভালো আছে। হ্যাঁ, আগামীকালের ম্যাচে সে খেলবে। স্ট্যান্সনির জন্যও বিশ্রাম দরকার। টের স্টেগেন খুব ভালোভাবে অনুশীলন করছে এবং এই পর্যায়ে খেলার জন্য প্রস্তুত।

বার্সেলোনাতে যোগ দেওয়ার জন্য অবসর ভেঙে মাঠে ফেরেন স্ট্যান্সনি। শুরুতে খেলার সুযোগ না পেলেও পরবর্তীতে দুর্দান্ত পারফরম্যান্সে দলের প্রধান গোলরক্ষকের দায়িত্ব পান তিনি। টের স্টেগেন ফেরায় তিনি এখন আবার গোলবারের দায়িত্ব সামলাবেন কিনা জানতে চাওয়া হলে বার্সেলোনা কোচ বলেন, “আমি মৌসুমের শেষ পর্যন্ত কিছু বদলানোর কথা ভাবছি না। তবে ভায়াদোলিদের ম্যাচের পর পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে।

বর্তমানে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে আছে ৪ পয়েন্টে। ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের পর নিজেদের পরবর্তী লিগ ম্যাচে আগামী ১১ মে ঘরের মাঠে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচ দিয়েই নির্ধারণ হতে পারে এবারের লা লিগার শিরোপা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়