শিরোনাম
◈ বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল ◈ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করবে ভারত, জোড়া দাবি তুলবে নয়া‌দি‌ল্লি!  ◈ বিএনপি নেতার হুমকি কে পাত্তা না দিয়ে উল্টো ধমকালেন বকশীগঞ্জ থানার ওসি (ভিডিও) ◈ পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল! ◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার অনুরোধ, পৃথিবীর সেরা মানুষটাকে নিয়ে কটূক্তি করবেন না’

অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমানের সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানার ৫ দিন পর সংবাদমাধ্যমে মুখ খুলেছেন সায়রা বানু। এক অডিও বার্তায় নিজের বিচ্ছেদ প্রসঙ্গে মন্তব্য করেন তিনি।

এ আর রহমানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সায়রা বানু বলেন, ‘আমার অনুরোধ, পৃথিবীর সেরা মানুষটাকে নিয়ে কটূক্তি করবেন না।’

রোববার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো অডিও বার্তায় তিনি আরও বলেন, ইউটিউবার ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ, রহমানকে নিয়ে কোনো মিথ্যা তথ্য ছড়াবেন না।

এরপরই নিজের অসুস্থতার কথা জানিয়ে সায়রা বলেন, কয়েক মাস ধরে অসুস্থ। আমি সায়রা, বর্তমানে মুম্বাইয়ে আছি। কয়েকমাস ধরেই থাকছি এখানে। এ কারণেই রহমানের কাছ থেকে বিরতি নিতে চেয়েছিলাম।
 
তিনি আরও বলেন, যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না, তাই চেন্নাইতে থাকতে পারছি না। আমি জানতাম, আমি চেন্নাইতে না থাকলে এমন কথা উঠবে যে, সায়রা কোথায়? আমার চিকিৎসা চলছে। রহমানের ব্যস্ত শিডিউলের মাঝে চেন্নাইতে সেটা সম্ভব হতো না।
 
 বিচ্ছেদ প্রসঙ্গে সায়রা বলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ দুজনের সম্মতিতেই নেয়া হয়েছে। আমি রহমানকে যতটা ভালোবাসি, সেও আমাকে ততটাই ভালোবাসে। কোনো কিছু অনুমান করা বন্ধ করুন। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। সবাইকে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
 
 প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ নভেম্বর) হঠাৎই এ আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিচ্ছেদের খবরটি। বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় বাঙালি ললনা মোহিনী দের। এদিকে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়