শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুশান্তকে খুন করা হয়েছে’, দাবি সালমানের প্রাক্তন প্রেমিকার

সালমান খানের প্রাক্তন প্রেমিকা হিসেবেই বেশি চর্চায় তিনি। একসময় অভিনয়ে নিয়মিত থাকলেও সেই পাঠ চুকিয়ে নিজেকে আড়াল করেছেন বহু আগে। সালমান খানের বিরুদ্ধেও এনেছেন একের পর এক অভিযোগ। শারীরিক অত্যাচারের কারণেই সালমানকে ছেড়েছেন বলেই দাবি করেছেন একাধিকবার।

এবার প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে হত্যা বলে দাবি করে নতুন আলোচনায় উঠে এলেন সোমি আলি!

বিগত কয়েক দিন ধরে একাধিক খুনের হুমকি আসছে সালমান খানের কাছে। তার পর থেকে নড়েচড়ে বসেছেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। দীর্ঘ আট বছর সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। সোমি প্রায় সময়ই সালমানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আবার কখনো প্রাক্তন প্রেমিকের পক্ষও নিচ্ছেন।

এবার তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন।

সোমির দাবি, প্রয়াত অভিনেতার অটোপসি রিপোর্ট বদলানো হয়েছে। আত্মহত্যা নয়, বরং খুন করা হয়েছে সুশান্তকে। এই লিখিত মন্তব্যের স্ক্রিনশট এখন ভাইরাল ইন্টারনেটে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক অনুরাগী সুশান্তের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন সোমি আলির কাছে। সেই অনুরাগী সোমিকে জিজ্ঞাসা করেন, সুশান্তের মৃত্যু নিয়ে তার কী মত? যেভাবে বলিউড বিষয়টিকে একঘরে করে দিয়েছে তা নিয়েও হতাশা প্রকাশ করেন ওই অনুরাগী। আর এই প্রশ্নের জবাবেই সোমি বলেন, ‘সুশান্তকে খুন করা হয়েছে এবং আত্মহত্যার মতো দেখানো হয়েছে। এইমসের চিকিৎসক সুধীর গুপ্তকে প্রশ্ন করুন ময়নাতদন্তের রিপোর্ট কে পাল্টে দিয়েছে? আর কেন?’

সোমির এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ অভিনেত্রীর মন্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, কেউ কেউ এটাও বলছেন, শুধু অভিযোগ করাটাই সোমি আলির কাজ।

২০২০ সালের জুন মাসে মুম্বাইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তার ময়নাতদন্ত করেছিলেন মুম্বাইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকরা। অনেকেই মনে করেছিলেন, এটি আত্মহত্যা। আবার অনেকে দাবি করেন যে সুশান্তকে খুন করা হয়েছে। সেই বছরেরই অক্টোবরে ‘এআইআইএমএস’ মেডিক্যাল বোর্ড সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়