শিরোনাম
◈ বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল ◈ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করবে ভারত, জোড়া দাবি তুলবে নয়া‌দি‌ল্লি!  ◈ বিএনপি নেতার হুমকি কে পাত্তা না দিয়ে উল্টো ধমকালেন বকশীগঞ্জ থানার ওসি (ভিডিও) ◈ পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল! ◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ১১:১৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছবির গানে খুব টাইট একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল: নোরা

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি বলেছেন, অর্থ উপার্জন করার সময় এখন নয়, নিজেকে প্রমাণ করার সময়। এ অভিনেত্রীর ‘সত্যমেব জয়তে’ ছবির গান ‘দিলবর’-এ নাচ রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল। তার এ নাচ দেখে কুপোকাত হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। কিন্তু প্রথম দিকে একেবারেই এই গানের সঙ্গে নাচতে রাজি ছিলেন না নোরা। তাকে নাকি এই গানের সঙ্গে নাচের জন্য খুব চাপা একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, ‘সত্যমেব জয়তে’ ছবির গান ‘দিলবর’-এ নাচার আগে নোরাকে খুব টাইট একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল। নোরা এক সাক্ষাৎকারে বলেন, ‘দিলবর’ ছবির গানে তাকে খুব টাইট একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল। ব্লাউজের মাপ দেখে অবাক হয়ে যাই। কিন্তু এ ব্লাউজ পরতে আমি রাজি ছিলাম না। তিনি বলেন, অথচ এই গানের সঙ্গে নাচের জন্য তিনি কোনো পারিশ্রমিকও পাননি। 

অভিনেত্রী বলেন, আমাকে ব্লাউজটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজটা খুবই ছোট ও চাপা ছিল। নোরা বলেন, বলেই দিয়েছিলাম— আমি এই কাজটা করতে পারব না। জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমার মধ্যে স্বাভাবিকভাবেই যৌন আবেদন রয়েছে। সেটিকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।

সেদিন গানের শুটিংয়ের জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয়েছিল। সেই ব্লাউজ পরে তুলনামূলক স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন অভিনেত্রী। নোরা বলেন, এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। তবে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। আমার কাছে সেটিই বড় কথা। আগে যে ব্লাউজটা দেওয়া হয়েছিল, সেটি পরতে পারতাম না।

এর আগে গানটির জন্য নাচের শুটিং কেমন হবে সে বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন নোরা ফাতেহি। পারিশ্রমিক না নেওয়ার বিষয়ে নোরা পরিচালককে বলেছিলেন— অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করাই এখন আমার লক্ষ্য। খ্যাতি অর্জন করতে হবে। পরিচিতি পেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়