শিরোনাম
◈ বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল ◈ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করবে ভারত, জোড়া দাবি তুলবে নয়া‌দি‌ল্লি!  ◈ বিএনপি নেতার হুমকি কে পাত্তা না দিয়ে উল্টো ধমকালেন বকশীগঞ্জ থানার ওসি (ভিডিও) ◈ পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল! ◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ০৩:২৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মালাইকার সঙ্গে প্রেম ভাঙার কথা জানালেন অর্জুন !

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। যদিও খবরটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। দু’জনের সম্পর্কে ছেদ পড়েছে। অবশেষে প্রেম ভাঙার খবরে নিজেই সিলমোহর দেন অর্জুন। তারপরই পাল্টা ইঙ্গিত দিয়ে কী লিখলেন মালাইকা আরোরা?

অর্জুনের কয়েক সেকেন্ডের এই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সমাজিক যোগাযোগমাধ্যমে। তারপর দীপাবলির একদিন আগে মালাইকার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘মাত্র কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও যেন আজীবন সে আত্মাকে ছুঁয়ে থাকতে পারে।’

ছয় বছরের সম্পর্ক অর্জুন-মালাইকার। হঠাৎ কী কারণে এমন পরিণতি? উত্তর খুঁজছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, কার কারণে বা কোন কারণে তাদের সম্পর্ক ভাঙল , যদিও এই প্রসঙ্গে দু’পক্ষই নীরাবতা বজায় রেখেছেন। তবে মালাইকার পোস্ট দেখে দুইয়ে দুইয়ে চার করছেন অনেকে। একটা সময় এই সম্পর্কের জন্যই একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বারবার তাঁকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। এবার সেই সম্পর্ক থেকে মুখ ফেরালেন অর্জুন! সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন। সঙ্গে ছিল ‘সিংঘম অ্যাগেইন’-এর দলবল। একটি ভিডিওতে দেখা যায়, অর্জুন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। সেখানে বারবার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার করছিলেন তারা। মালাইকার নাম শুনেই যেন আর আটকে রাখতে পারলেন না নিজেকে। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘আরে আস্তে, আমি এখন সিঙ্গেল।’ 

উত্তেজিত জনতার উদ্দেশে অর্জুন বলেন, ‘এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হল বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়