শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে নৌকার প্রার্থীর ব্যানার-ফেস্টুন অপসারণের জেরে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

মঈন উদ্দীন, রাজশাহী: সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রচারে ব্যবহৃত অধিক আয়তনের ব্যানার অপসারণের সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় নৌকার কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থলে এসে ওই ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন। এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থকদের দাবি, গণহারে নৌকার প্রতীকে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। ওই ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রী, মেয়র প্রার্থী এবং নৌকা প্রতীকের ছবি ছিল যা পদদলিত করেছে প্রশাসন। এতে আওয়ামী লীগের সমর্থকরা ক্ষুদ্ধ হন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগে চরম অসন্তোষ প্রকাশ করে।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার বলেন, ভুল বুঝাবুঝির কারণে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দ্রুত গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

তবে প্রশাসনের দাবি এমন কিছুই হয়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা জানান, এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। একজন প্রার্থীর ব্যানার নির্বাচনী প্রচারে ব্যাবহৃত নির্ধারিত ব্যানারের আয়তনের চাইতে বেশি ছিল। তাই আমরা প্রার্থীর লোকেদের সাথে নিয়েই ওগুলো নিয়ম মেনে সরিয়ে নিচ্ছি। প্রার্থীর সমর্থকরা না জেনেই এসব বলছেন।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কোন প্রার্থীর প্রচার সামগ্রী নির্ধারিক আয়তনের বেশি হলে তা ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশকে নিয়ে সরিয়ে ফেলতে পারবেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়