শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে নৌকার প্রার্থীর ব্যানার-ফেস্টুন অপসারণের জেরে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

মঈন উদ্দীন, রাজশাহী: সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রচারে ব্যবহৃত অধিক আয়তনের ব্যানার অপসারণের সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় নৌকার কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দরা ঘটনাস্থলে এসে ওই ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন। এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থকদের দাবি, গণহারে নৌকার প্রতীকে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। ওই ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রী, মেয়র প্রার্থী এবং নৌকা প্রতীকের ছবি ছিল যা পদদলিত করেছে প্রশাসন। এতে আওয়ামী লীগের সমর্থকরা ক্ষুদ্ধ হন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগে চরম অসন্তোষ প্রকাশ করে।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার বলেন, ভুল বুঝাবুঝির কারণে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দ্রুত গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

তবে প্রশাসনের দাবি এমন কিছুই হয়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা জানান, এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। একজন প্রার্থীর ব্যানার নির্বাচনী প্রচারে ব্যাবহৃত নির্ধারিত ব্যানারের আয়তনের চাইতে বেশি ছিল। তাই আমরা প্রার্থীর লোকেদের সাথে নিয়েই ওগুলো নিয়ম মেনে সরিয়ে নিচ্ছি। প্রার্থীর সমর্থকরা না জেনেই এসব বলছেন।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কোন প্রার্থীর প্রচার সামগ্রী নির্ধারিক আয়তনের বেশি হলে তা ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশকে নিয়ে সরিয়ে ফেলতে পারবেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়