শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ 

১৮৬ টি আবেদনের শুনানীর তারিখ নির্ধারণ মঙ্গলবার  

এম এম লিংকন: নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলছেন, এ সব আবেদনের দাবি - আপত্তির ওপর শুনানীর তারিখ নির্ধারণ করবে কমিশন। সোমবার ( ২০ মার্চ ) আমাদের নতুন সময়কে এই তথ্য জানান তিনি।   

ইসির প্রকাশিত তালিকায় দেখা যায়, ১৮৬ টির মধ্যে কুমিল্লার ৮৪টি এবং তারপরে সবচেয়ে বেশি আবেদন পড়েছে রাজশাহীর ৪৩ টি। তবে,রংপুর ও সিলেট অঞ্চলে কোনো আবেদন পড়েনি। সবচেয়ে কম আবেদন পড়েছে ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে, একটি করে। বরিশালে ২৯টি, ঢাকায় ১৮টি এবং খুলনা ও ফরিদপুর অঞ্চল থেকে পাঁচটি করে আবেদন পড়েছে। 

কবে নাগাদ সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী সময়ের মধ্যেই হবে। তবে, এর আগেই সীমানা নির্ধারণের কাজ সম্পূর্ণ করতে চায় আমরা। 

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান আরজু আসাদুজ্জামান জানান , নির্বাচন কমিশনের আগের খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জানাতে সময় দেওয়া হয়েছিল চলতি মাসের ১৯ মার্চ পর্যন্ত। 

এরআগে নির্বাচন কমিশনার আলমগীর জানিয়েছেন, প্রশাসনিক এবং ভূগোলিক অখণ্ডতাকে প্রাধান্য দিয়ে সীমানা চূড়ান্ত করা হবে। জনসংখ্যা বিষয়টি সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হবে। এর কারন হিসেবে তিনি উল্লেখ করেন ঢাকাসহ গাজীপুর এবং চট্টগ্রামের সংসদীয় আসনের জনসংখ্যা। সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা জুনের মধ্যে প্রকাশ করার কথা জানান তিনি। 

এমএল/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়