শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরসহ প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর ও বিভাগের ১১ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অফিস ফাঁকি দেওয়ায় অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ১১ কর্মকর্তা-কর্মচারীর কাছে অফিস ফাঁকি দেওয়ায় তাদের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান গত রবিবার (২ ফেব্রুয়ারি) বিভিন্ন দপ্তর ও অফিস পরিদর্শনকালে কর্মকতা ও কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান। যা প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী এবং অনাকাঙ্ক্ষিত। এরপর তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন- উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোছা. উম্মে ফারহানা চৌধুরী, উপ-রেজিস্ট্রার এ.টি.এম শহীদুল ইসলাম, সেকশন অফিসার (গ্রেড-১) সাকিনা আক্তার সীমা, সিনিয়র অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুফিয়া খাতুন, সিনিয়র অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোছা. সুমি বেগম, হিসাব রক্ষক নুর হোসেন শাহ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মামুনুর রশীদ, সি-ক্যাটাগরি এম.এল.এস.এস স্বপ্না দাস, সি-ক্যাটাগরি এম.এল.এস.এস ফারুক আহমেদ, এম.এল.এস.এস এস এম শহীদুল ইসলাম, এম.এল.এস.এস জাহাঙ্গীর আলম।

বেরোবি প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘যথা সময়ে অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়টি শোনার পর উপাচার্যসহ আমরা বিভিন্ন দপ্তরে ভিজিট করি। দপ্তরে অনুপস্থিতি পেয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। অনুপস্থিতরা জবাব প্রদানের সুযোগ পাবেন। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়