শিরোনাম
◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ, তালিকা প্রকাশ ◈ এনসিপির ইশতেহার ঘোষণা, ছাত্রদলের সমাবেশে নির্বাচনমুখী বক্তব্য ◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়া গ্রেপ্তার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার  উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১।

এ বিষয়ে র‍্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম  বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলার আসামি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর  মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়ার বিরুদ্ধে গত ১৮ই জুলাই এক ছাত্রকে হত্যার অভিযোগ রয়েছে। উত্তরা পূর্ব থানায় গত ৩ সেপ্টেম্বর একটি হত্যা মামলা হয়েছে।’

মেজর আহনাফ বলেন, ‘ওই মামলার এজাহারে বলা হয়েছে, শাহীনুর মিয়া হামলাকারীদের নির্দেশ দাতার ভূমিকা পালনকরে ছিলেন। আবার হামলাকারীদের হামলায় যখন শিক্ষার্থীরা আহত হয়ে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আশ্রয়ের জন্য ঢুকতে চেয়েছিল, তখন শাহীনুর মিয়া শিক্ষার্থীদের ঢুকতে দেননি বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের  স্কুল এন্ড কলেজের একাধিক শিক্ষক-শিক্ষিকারা জানান। সাবেক অধ্যক্ষ শাহিনুর মিয়ার অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এছাড়াও বিদ্যালয়ের অনেক টাকা আত্মসাধ করেছেন বলে একাধিকবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে ও দৈব শক্তির মাধ্যমে তিনি আবার পুনরায় বহাল হতেন। শুধু তাই নয় তার দৃষ্টিভঙ্গি  তেমন ভালো ছিল না বলে কলের শাখার অনেক ছাত্রীরা অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়