সালেহ ইমরান: [২] যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ বুধবার এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে।
[৩] বুধবার প্রকাশিত ২০২৪ সালের এই তালিকায় ভারতের ৪০টি, পাকিস্তানের ১২টি ও মালয়েশিয়ার ১১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
[৪] বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি এর মধ্যে। তবে বুয়েট ও জাহাঙ্গীরনগর রয়েছে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে। (টাইমস অব ইণ্ডিয়া, সময় ১৫:০০)
[৫] এশিয়ার মোট ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই র্যাংকিং করা হয়েছে। এতে প্রথম স্থানে চীনের জিংহুয়া ইউনিভার্সিটি, দ্বিতীয় পিকিং ইউনিভার্সিটি ও তৃতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। (সিনহুয়া, সময় ১৪:৪০)
[৬] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ৪০১-৪৫০ এর মধ্যে এবং খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় রয়েছে ৫০০ থেকে ৬০০র মধ্যে। (বিডিনিউজ, সময় ১৪:০০) )
[৭] ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স রয়েছে ৩২ তম অবস্থানে। আর পাকিস্তানের সেরা কায়েদ-ই-আজম ইউনিভার্নিটির অবস্থান ১২১ তম।(এনডিটিভি, সময়। শিক্ষাদান,গবেষণা, জ্ঞান বিতরণ ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গীসহ ১৮টি বিষয়ে মূল্যায়ন করে এই তালিকা করেছে টাইমস হায়ার এডুকেশন।(এনডিটিভি, সময় ১৫:০০)
[৮] দক্ষিণ এশিয়ায় পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০০র বেশি। আর ভারতের ১ হাজার ১১৩টি, অর্থাৎ পাঁচগুণের বেশি। সেই হিসেবে এই তলিকায় পাকিস্তানের ১২টি বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া উচ্চ শিক্ষাক্ষেত্রে দেশটির অগ্রসরতার ইঙ্গিত বহন করে। (ডন, সময় ১৪:৪৫) সম্পাদনা: এম খান