শিরোনাম
◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রুসেলোসিস প্রতিরোধে দেশে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ

রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি: বিশ্বব্যাপী প্রাণিসম্পদ খাতের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত ব্রুসেলোসিস রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ও মেশিন লার্নিং প্রযুক্তির সফল প্রয়োগ হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান ও তাঁর পিএইচডি গবেষণারত শিক্ষার্থী কর্ণেল (অব.) এসএম আজিজুল করিম হুসাইনীর যৌথ গবেষণায় এই সাফল্য অর্জিত হয়েছে।

গবেষণা নিবন্ধটি স্কোপাস ইনডেক্সভুক্ত ও ১.৬ ইমপ্যাক্ট ফ্যাক্টরধারী Asian Journal of Agriculture and Biology-তে প্রকাশিত হয়েছে। গবেষণার কো-সুপারভাইজার ছিলেন জার্মানির ফ্রেডেরিখ লোফলার ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. হেনরিখ নইবার এবং প্রযুক্তিগত সহায়তা দেয় সৌদি আরবের কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান জানান, “ব্রুসেলোসিস প্রতিরোধে এখন পর্যন্ত কার্যকর চিকিৎসা নেই। তবে আমরা মেশিন লার্নিংয়ের MLP, Deep Learning 4j, AdaBoost MI এবং J48 Tree অ্যালগরিদম ব্যবহার করে রোগটির ঝুঁকি নির্ণয় এবং প্রতিরোধে কার্যকর উপায় নির্ধারণ করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, “এ ধরনের প্রযুক্তি বিশ্বব্যাপী মানবস্বাস্থ্যে যেমন হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস নির্ণয়ে ব্যবহৃত হচ্ছে, তেমনি পশুস্বাস্থ্যের ক্ষেত্রেও এটি একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।”

গবেষণায় দেখা গেছে, ব্রুসেলোসিস ছড়ানোর জন্য দায়ী অন্তত ১২টি ব্যাকটেরিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে B. abortus, B. suis, B. melitensis এবং B. canis। বর্তমানে ব্যবহৃত লাইভ ভ্যাকসিনগুলো যেমন B. abortus S-19 এবং RB51-এ পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকলেও, ‘কিল্ড ভ্যাকসিন’ নিরাপদ ও কার্যকর বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।

গবেষক দলের মতে, বাংলাদেশে অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং ধর্মীয় কারণে সংক্রমিত পশু নিধন সম্ভব নয়। তাই উচ্চমূল্যের ও বিদেশি রক্তের অনুপাতসম্পন্ন গবাদিপশু চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদানই হতে পারে বিকল্প সমাধান।

পিএইচডি গবেষক কর্ণেল (অব.) এসএম আজিজুল করিম হুসাইনী বলেন, “আমরা সঠিক নির্দেশনা মেনে কাজ করেছি এবং আশানুরূপ ফলাফল পেয়েছি। ওষুধ হিসেবে Oxytetracycline, Streptomycin ও Benzyl Penicillin একত্রে প্রয়োগে ভালো সাড়া মিলেছে। এই গবেষণা দেশের প্রাণিসম্পদ খাতে যুগান্তকারী অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

গবেষক দলের প্রত্যাশা, এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে বাংলাদেশে ব্রুসেলোসিস প্রতিরোধে কার্যকর টিকা উদ্ভাবন সম্ভব হবে, যা দেশের প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়