তৌহিদ ইসলাম, হিলি (দিনাজপুর): [২] চলতি আমন মৌসুমে দিনাজপুরের হিলিতে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হিলি এলএসডি গোডাউনে চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।
[৪] উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুল রহমান, এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক জোবায়ের হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
[৫] এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবার হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৩০৪ টন ধান, ৪৪ টাকা কেজি দরে ১৫৪ টেন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সম্পাদনা: মুরাদ হাসান
প্রতিনিধি/এমএইচ