শিরোনাম
◈ পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? যা জানাগেল ◈ সাইবার অপরাধ বাড়ছে, শীর্ষে সোশ্যাল মিডিয়া ◈ মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ! ◈ ভারত-পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য’ কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের ◈ অযথা হর্ন বাজালে চালকদের শাস্তির ঘোষণা, ঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি ◈ ভারত থেকে ১০২ জনকে ‘পুশ ইন’ ঘটনায় উত্তেজনা, সরকারের কঠোর পদক্ষেপ চাইলেন জামায়াত আমির ◈ এবার জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে দুদকে তলব ◈ এবার পাকিস্তানের লাহোরে একাধিক ‘বিস্ফোরণ’ (ভিডিও) ◈ আর্সেনালকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়নস লি‌গের ফাইনালে পিএসজি ◈  ভার‌তের কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরীফ

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৯:৩২ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বিকেএমইএর নির্বাচনে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের ১৫ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : দেশের পোশাক খাতের নীটওয়্যার মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। বুধবার (৭ মে) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে ১৫ দফা ইশতেহার ঘোষণা করা হয়। কাস্টমস জটিলতা দূর, এইচএস কোডের জটিলতা নিরসন, নিরবিচ্ছিন্ন গ্যাস নিশ্চিত করণে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১৫ দফা ইশতেহার ঘোষণা করে এই প্যানেল।

প্রায় এক যুগ পর ভোটের মাধ্যমে আগামী ১০ মে বিকেএমইএর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ৩৫টি পরিচালক পদে প্রার্থী ৩৮ জন। এরমধ্যে হাতেমের নেতৃত্বে গঠিত প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের প্রার্থী ৩৫। এই নির্বাচনে মাত্র তিন জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ফলে হাতেমের প্যানেলের জয় অনেকটাই অবধারিত। মোহাম্মদ হাতেম বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের ইশতেহারের মধ্যে রয়েছে- কাস্টমস ও বন্ড জটিলতা নিরসনে জোরালো পদক্ষেপ-প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের ইশতেহারের প্রথমেই রয়েছে আমদানি ও রপ্তানিতে বিদ্যমান কাস্টমস জটিলতা দূরীকরণ। এইচ.এস. কোড নিরসন, এফওসি-তে কাঁচামাল আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ, কম্পোজিট ইউনিটের ক্ষেত্রে আমদানি ও ব্যবহারের স্বচ্ছ নিয়ম প্রণয়ন, বন্ডেড থেকে নন-বন্ডেড প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহের বাধা দূর করাসহ বন্ড কমিশনারেটের অনিয়ম-জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া নন-বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে জোর করে বন্ড লাইসেন্স করাতে গিয়ে যে রপ্তানি ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তার প্রতিবন্ধকতাও দূর করার অঙ্গীকার রয়েছে।

বর্তমানে শতভাগ রপ্তানি খাতের কারখানার জন্য ভ্যাট অব্যাহতি রয়েছে। কিন্তু রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহকে নানাভাবে ভ্যাট নিয়ে হয়রানি করা হচ্ছে। আইন করে রাখা মুসকের নানারকম ফরমের ব্যবহারের যৌক্তিকতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। তদুপরি এই সকল ফরমের ব্যবহার না করায় রাস্তাঘাটে রপ্তানিমুখী শিল্পের মালামাল পরিবহনে নানা জটিলতা তৈরি করে রপ্তানিকে বাধাগ্রস্ত করে এবং অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

বর্তমানে ট্যাক্সেশন পদ্ধতিটি কোনভাবেই বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয় এবং ট্যাক্সেশনের মূল চেতনা ও মৌলিক অধিকার পরিপন্থী দাবি করে এ পদ্ধতির সংস্কারে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ট্যাক্স অ্যাসেসমেন্ট পদ্ধতি সহজ করা ও ট্যাক্সের হার দীর্ঘ সময়ের জন্য স্থির রাখার জন্য এনবিআর -এর সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

গতিশীল উৎপাদন ব্যবস্থা ও লিড টাইম নিশ্চিত করণে স্থলবন্দর দিয়ে পুনরায় সুতা আমদানি চালু করার লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যৌক্তিক আলোচনার পরিবেশ তৈরি করবো।

ব্যংকিং খাতের নানা প্রকার জটিলতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং রপ্তানিবান্ধব নীতি প্রণয়নে বাংলাদেশ ব্যংক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা অব্যাহত রাখা।

ইউরোপ-আমেরিকার উপর নির্ভরতা কমাতে বিশ্বের অপ্রচলিত বাজারে সম্ভাবনা অনুসন্ধান ও প্রদর্শনীর মাধ্যমে বাজার বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া। প্রয়োজনে বিশ্বব্যাপী সমাদৃত অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিপননে গতিশীলতা আনয়নে চুক্তি সই করা। বৈচিত্র্যময় ও উচ্চ মূল্যের পোশাক প্রস্তুত করতে সরকারের নীতিমালা প্রণয়নে অবদান রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়