শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়কর ফাঁকিবাজদের ধরতে বিশেষ গোয়েন্দা ইউনিট গঠনের পরিকল্পনা এনবিআরের

আমিনুল ইসলাম: [২] বড় কর ফাঁকিবাজদের ধরতে এবার কর গোয়েন্দা ইউনিট গঠন করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষায়িত এই ইউনিট চালু হলে শুধু আয়কর ফাঁকি দেয় এমন বড় কর ফাঁকিবাজদের ধরা সহজ হবে। নতুন এই গোয়েন্দা সেল চালুর জন্য এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এর অনুমোদনও নেওয়া হয়েছে। 

[৩] বর্তমানে এনবিআরের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) নামে একটি বিশেষায়িত রাজস্ব গোয়েন্দা সেল কাজ করছে। তবে সেলটি সার্বিকভাবে কর, শুল্ক ও ভ্যাট খাতের রাজস্ব ফাঁকির বিষয়টি নিয়ে কাজ করে। একটি প্রতিষ্ঠান সবগুলো ইউনিটের বিষয় দেখভাল করায় আয়করের বিষয়টি মনোযোগ হারায় বলে অনেকে মনে করেন।

[৪] যেহেতু দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বেসরকারি খাতের ব্যাপক প্রসার ঘটছে, অথচ আয়কর আদায়ের হার কাক্সিক্ষত মাত্রায় নয়, তাই এ বিষয়ে বিশেষ নজরদারির জন্য একটি বিশেষায়িত ইউনিট করার প্রয়োজনীয়তা বোধ করে এনবিআর। সিইআইসি রাজস্ব ফাঁকি নিয়ে কাজ করলেও এক-এগারোর সরকারের পরে এই খাতে বড় কোনো সাফল্য দেখা যায়নি।

[৫] তাই আয়কর থেকে বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যে এবং ফাঁকি কমিয়ে এই খাতে আরও স্বচ্ছতা প্রতিষ্ঠায় এনবিআর নতুন এই উদ্যোগ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর নতুন এই গোয়েন্দা ইউনিট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এর মাধ্যমে যাতে করদাতাদের ভোগান্তি না বাড়ে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। 

[৬] জানা গেছে, ভারতের অর্থনৈতিক খাতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। কর ফাঁকি বন্ধে বেশ সুনামের সঙ্গে চলছে প্রতিষ্ঠানটি। এই সংস্থার আদলে কাজ করবেন দেশের আয়কর গোয়েন্দারা। তথ্যানুসন্ধান বলছে, ছোট ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক বড় বড় করপোরেট প্রতিষ্ঠানও যথাযথ নিয়মে আয়কর দিতে সময়ক্ষেপণ ও গড়িমসি করে। নতুন গোয়েন্দা ইউনিট এই পথ বন্ধ করতে উদ্যোগী হবে বলে জানিয়েছে এনবিআর। শুল্ক গোয়েন্দার মতোই কাজ করবেন আয়কর গোয়েন্দারা। 

[৭] এ বিষয়ে জানতে এনবিআরের এক কর্মকর্তা বলেন, আয়কর গোয়েন্দা ইউনিট বিশ্বের প্রতিটি দেশেই আছে। প্রতিবেশী দেশ ভারতেও আয়কর বিভাগের আলাদা গোয়েন্দা ইউনিট রয়েছে। বাংলাদেশেও এমন একটি ইউনিট এখন সময়ের দাবি। সব প্রস্তুতি শেষে শিগগির যাত্রা শুরু করবে নতুন এই গোয়েন্দা ইউনিট। 

[৮] এনবিআর সূত্র জানায়, এনবিআরের মূল গোয়েন্দা ইউনিট সিআইসি। এই ইউনিট শুল্ক, ভ্যাট ও আয়কর খাতের বিভিন্ন অনিয়ম বন্ধে কাজ করে। এর বাইরে শুল্ক খাতের জন্য শুল্ক গোয়েন্দা এবং ভ্যাটের জন্য ভ্যাট গোয়েন্দা কাজ করে। শুধু আয়কর খাতের পৃথক কোনো গোয়েন্দা ইউনিট নেই। সম্পাদনা: তারিক আল বান্না

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়