শিরোনাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ১০:৫৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের উদ্দেশ্য পুঁজিবাজারকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া: ডিএসই চেয়ারম্যান

মাজহার মিচেল: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বৃহস্পতিবার (৩০ মার্চ) চিফ এক্সেকিউটিভ অফিসার (সিইও) ফোরামের প্রতিনিধিদলের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।

এজন্য সবার কাছে নিঃশর্ত সহযোগিতা কামনা করেন তিনি। এসময় তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য বাজার সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। 

আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকেরই একটি সামাজিক মর্যাদা আছে। এ সামাজিক মর্যাদা নষ্ট করে আমরা ব্যক্তি স্বার্থে এ প্রতিষ্ঠানে কোনো কিছু করার চেষ্টা করবো না।

তিনি বলেন, ব্রোকারেজ হাউজ এবং ডিএসই এই দুই প্রান্তের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা সব সমস্যা একসঙ্গে বসে সমাধান করতে চাই। আমরা কারো দোষ খুঁজতে বা সমালোচনা করতে চাই না। আমার যে দায়িত্ব রয়েছে সেটুকু সঠিকভাবে পালন করতে পারছি কিনা সেটাই হলো আমার মূল লক্ষ্য। 

তিনি বলেন, উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ। অর্থনৈতিক বিবেচনায় দেশের পুঁজিবাজার এমন থাকতে পারে না। সব পক্ষের অংশীদারিত্বমূলক আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করতে হবে এবং যথোপযুক্ত উদ্যোগ নিতে হবে। অর্থনীতির সঙ্গে মিল রেখে দেশের পুঁজিবাজারের পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। সবার সহযোগিতায় আমরা বাজারের উন্নয়ন করতে চাই। অর্থনীতি এগিয়ে যাচ্ছে, পুঁজিবাজার পিছিয়ে থাকতে পারে না।

অধ্যাপক হাসান বাবু বলেন, বিশ্বায়ন এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও বিকাশের ফলে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেনের প্রেক্ষাপট ও গতিপ্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিএসইও অবকাঠামোগতভাবে এবং প্রযুক্তিগতভাবে এগিয়ে যাবে। 

সিইও ফোরামের প্রেসিডেন্ট মো. সায়েদুর রহমান বলেন, বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সব রেগুলোটর সমন্বয়ের মাধ্যমে পুজিবাজারের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে।

১৩ সদস্যের এক প্রতিনিধিদল ডিএসই’র নব-নির্বাচিত এ চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে যান। এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান প্রমুখ।

এমএম/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়