শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩১ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩-১৩ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি

বিএসইসি

মনজুর এ আজিজ : আগামী ৩ থেকে ১৩ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩ অক্টোবর বিএসইসির মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ।

এরপর ৬ অক্টোবর এএএমসিএমএফ’র আয়োজনে আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত কনফারেন্স হলে ‘রোল অব টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। একই দিন ভার্চুয়ালি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজনে ‘সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টর রিসাইল্যান্স’ অনুষ্ঠিত হবে। এরপর ১০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিবিএ’র আয়োজনে ‘ইউজ অব ফাইটেক ফর ইনভেস্টর রিসাইলেন্স’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। ‘ভেনচার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আয়োজনে ১১ অক্টোবর ‘বিল্ডিং অ্যা ভাইব্রেন্ট স্ট্যাটআপ ইকোসিস্টেম’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

একই দিন বিএএসএম ও বিআইসিএম’র আয়োজনে ভার্চুয়ালি ‘ফাইন্যান্সিয়াল এডুকেশন অ্যান্ড ইনভেস্টরস রিসাইলেন্স অব সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ অনুষ্ঠিত হবে। এছাড়া বিএমবিএ’র আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেসে স্ট্যাডিজ অনুষদে সেমিনার ফর দ্যা স্টুডেন্টস অব দ্য ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ, ইউনিভার্সিটি অব ঢাকা অন দ্য অকেশন অব ওয়ার্ল্ড ইনভেস্টর উইক-২০২২ অনুষ্ঠিত হবে।

এসিআরএবি’র আয়োজনে ১২ অক্টোবর ভার্চুয়ালি ‘এনভায়রনমেন্ট স্যোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ইন ক্রেডিট রেটিং’ অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিস (বিএপিএলসি) আয়োজিত ভার্চুয়ালি ‘ইনভেস্টর রিসাইলেন্স: চ্যালেঞ্জস অ্যান্ড অপরচ্যুনিটিস’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং এমসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম। এছাড়া ১৩ অক্টোবর শেষ দিন সিডিবিএল অ্যান্ড সিসিবিএল’র আয়োজনে লা মেরিডিয়ান হোটেলের জাফলং রাঙামাটি হলরুমে ‘সাসটেইনেবল ফাইন্যান্স’ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়