শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩১ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩-১৩ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি

বিএসইসি

মনজুর এ আজিজ : আগামী ৩ থেকে ১৩ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩ অক্টোবর বিএসইসির মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ।

এরপর ৬ অক্টোবর এএএমসিএমএফ’র আয়োজনে আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত কনফারেন্স হলে ‘রোল অব টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। একই দিন ভার্চুয়ালি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজনে ‘সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টর রিসাইল্যান্স’ অনুষ্ঠিত হবে। এরপর ১০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিবিএ’র আয়োজনে ‘ইউজ অব ফাইটেক ফর ইনভেস্টর রিসাইলেন্স’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। ‘ভেনচার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আয়োজনে ১১ অক্টোবর ‘বিল্ডিং অ্যা ভাইব্রেন্ট স্ট্যাটআপ ইকোসিস্টেম’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

একই দিন বিএএসএম ও বিআইসিএম’র আয়োজনে ভার্চুয়ালি ‘ফাইন্যান্সিয়াল এডুকেশন অ্যান্ড ইনভেস্টরস রিসাইলেন্স অব সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ অনুষ্ঠিত হবে। এছাড়া বিএমবিএ’র আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেসে স্ট্যাডিজ অনুষদে সেমিনার ফর দ্যা স্টুডেন্টস অব দ্য ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ, ইউনিভার্সিটি অব ঢাকা অন দ্য অকেশন অব ওয়ার্ল্ড ইনভেস্টর উইক-২০২২ অনুষ্ঠিত হবে।

এসিআরএবি’র আয়োজনে ১২ অক্টোবর ভার্চুয়ালি ‘এনভায়রনমেন্ট স্যোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ইন ক্রেডিট রেটিং’ অনুষ্ঠিত হবে। একই দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিস (বিএপিএলসি) আয়োজিত ভার্চুয়ালি ‘ইনভেস্টর রিসাইলেন্স: চ্যালেঞ্জস অ্যান্ড অপরচ্যুনিটিস’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং এমসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম। এছাড়া ১৩ অক্টোবর শেষ দিন সিডিবিএল অ্যান্ড সিসিবিএল’র আয়োজনে লা মেরিডিয়ান হোটেলের জাফলং রাঙামাটি হলরুমে ‘সাসটেইনেবল ফাইন্যান্স’ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়