বাংলাদেশি রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি। তবে চলতি মাসের মধ্যেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে আশা করছে সরকার।
রোববার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সফররত বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, চুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, তা কমানোর দিকেই মূলত আলোচনা হয়েছে। ঘাটতি হ্রাসের লক্ষ্যে মার্কিন কৃষি ও জ্বালানি পণ্য আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের তুলা আমদানির ক্ষেত্রে এরইমধ্যে অগ্রগতি হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আলোচনার ধারাবাহিকতায় শিগগিরই দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে সমঝোতা হবে।
এর আগে গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। তবে সেটি তিন মাসের জন্য স্থগিত রেখেছিলেন ট্রাম্প প্রশাসন। এরপর গত ৭ জুলাই সিদ্ধান্ত বদলে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা গত ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
তবে ট্রাম্প প্রশাসন শুল্ক কমানোয় ১ আগস্ট থেকে বাংলাদেশকে গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হচ্ছে।