শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৪ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে ওঠছে না

নিজস্ব প্রতিবেদক : দক্ষ জনশক্তিই দেশের অর্থনৈতিক রূপান্তরের অন্যতম চালিকাশক্তি। কিন্তু যুগোপযোগী শিক্ষাক্রমের অভাবে শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে ওঠছে না বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ইডব্লিউইউ এর মধ্যে এক শিল্প-শিক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

চুক্তি অনুযায়ী, যৌথভাবে তিন মাসব্যাপী পেশাগত সনদপত্র কোর্স আয়োজন করা হবে। এতে উদ্যোক্তা ও স্টার্ট-আপ উন্নয়ন, টেকসই ব্যবসায়িক কৌশল, ইএসজি রিপোর্টিং এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ আশা প্রকাশ করে বলেন, এ সহযোগিতা স্মারক নতুন প্রজন্মের পেশাজীবীদের গড়ে তুলতে সহায়ক হবে এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার পাশাপাশি টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান বলেন, এ চুক্তি উদ্যোক্তা ও স্টার্ট-আপ উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক হবে। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সর্বদা বেসরকারি খাতের সঙ্গে সমন্বয়ে কাজ করে সময়োপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, ডিন প্রফেসর ড. আহমেদ ওয়াসিফ রেজা, ডিসিসিআই’র সহ-সভাপতি মো. সালেম সোলায়মান এবং পরিচালক মামনুন কাদের, কামরুল হাসান তুহিন ও মিনহাজ আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়