শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ২২ জুন, ২০২৪, ০৬:১৯ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৪, ১১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ছে মোবাইল ব্যাংকিং, গ্রাহক ছাড়িয়েছে ২২ কোটি 

সালেহ ইমরান: [২.১] মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সঙ্গে সঙ্গে বাড়ছে গ্রাহক সংখ্যা। বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মোবাইল আর্থিক সেবা (এমএফএস) দিচ্ছে। 

[২.২] হিসাব খুলতে কোনো টাকা লাগে না। শহর থেকে গ্রাম সর্বত্র রয়েছে সার্বক্ষণিক লেনদেনের সুবিধা। কেনাকাটা, বিল পরিশোধ, ঋণ পরিশোধসহ যুক্ত হচ্ছে নানা পরিষেবা। বিদেশ থেকে আসছে রেমিট্যান্সও। এতে করে মোবাইল ব্যাংকিংয়ের ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে। 

[৩] বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের এপ্রিলে এমএফএসের মাধ্যমে ১ লাখ ৪৪ হাজার ৯২৯ কোটি টাকা লেনদেন হয়েছে। এটা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ লোনদেন। এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছিলো মার্চে, ১ লাখ ৫৩ হাজার ৭৫৭ কোটি টাকা। 

[৪] চলতি বছরের এপ্রিলের হিসেবে অনুযায়ী, মোবাইল  ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ২২ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে অনেকেরই একাধিক সিমে একাধিক একাউন্ট রয়েছে। আর মোবাইল ব্যাংকিংয়ে এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৭৪১। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসএম/এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়