শিরোনাম
◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫০ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় সরিষাক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া): [২] বগুড়ার নন্দীগ্রামে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি মাঠে সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। থানা পুলিশের ধারণা ৪-৫দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখে যায়।

[৩] থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের সিনজানি মাঠে সরিষা কাটার সময় স্থানীয় কৃষকরা অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবকের পড়নে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিলো।

[৪] এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, খবর পেয়ে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি মাঠে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যেই এ হত্যা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। আশা করি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়