জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া): [২] বগুড়ার নন্দীগ্রামে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি মাঠে সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। থানা পুলিশের ধারণা ৪-৫দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখে যায়।
[৩] থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের সিনজানি মাঠে সরিষা কাটার সময় স্থানীয় কৃষকরা অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবকের পড়নে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিলো।
[৪] এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, খবর পেয়ে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি মাঠে সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যেই এ হত্যা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। আশা করি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
প্রতিনিধি/এনএইচ
আপনার মতামত লিখুন :