শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫০ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আরও ৮ জন

মুযনিবীন নাইম: [২] রোববার ডিবি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, শনিবার রাতে গাজীপুর ও লালবাগ কিল্লারমোড় এলাকা থেকে আতাউর রহমান (৪০), নাজির হোসেন (৪২), মাসুদ মিয়া (৪০), ৫৫ নম্বর ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক দিল গণি (৩২), ৫৭ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য সচিব মো. সিদ্দিক হাওলাদার (৩২), ৫৬ নম্বর যুবদলের যুগ্ম আহ্বায়ক, আলমগীর (৩১), ৫৫ নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হাওলাদার (৩০) ও একই ওয়ার্ডের যুবদল নেতা মো: শাহীন (৩২)কে গ্রেপ্তার করা হয়।

[৩] গত ২৮ অক্টোবর বিএনপির নয়াপল্টনকেন্দ্রিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে ।

[৪] ডিসি মশিউর রহমান জানান, গাজীপুরের কালীগঞ্জ থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি। আতাউর হরতাল ও অবরোধ সফল করার জন্য যুবদলের গঠিত ৮টি টিমের একটি টিম লিডার এবং মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

[৫] তিনি বলেন, মির্জা আব্বাস, সুলতান সালাউদ্দিন টুকু, খন্দকার এনাম এবং রবিউল ইসলাম নয়নের তত্ত্বাবধানে থেকে নানা তাণ্ডব করেছে সে। মির্জা আব্বাসের শক্ত লাঠিয়াল হিসেবে সবুজবাগ এলাকায় কাজ করলেও ২৮ অক্টোবর পরবর্তী হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, বোমা বিস্ফোরণসহ নানা ধ্বংসাত্মক কাজের জন্য তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয় কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানা এলাকায়।

[৬] মশিউর রহমান আরও বলেন, আতাউরের তত্ত্বাবধানে থেকে বৃহত্তর এ তিন থানার যুবদল কর্মীরা বিভিন্ন সময়ে অপকর্মগুলো করে আসছিল। রাতে কিল্লারমোড় বাজার মসজিদের পিছন থেকে মিছিলের প্রস্তুতির সময় বাকি সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লালবাগ থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী নাজির হোসেন (৪২) ও মাসুদ মিয়াসহ (৪০) বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়