শিরোনাম
◈ বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে আদর্শিক লড়াইয়ের ঘোষণা থালাপতি বিজয়ের ◈ নারীর গলায় কাপড় প্যাঁচানো, শিশুর দেহ বাঁধা—বুড়িগঙ্গা থেকে চারজনের মরদেহ উদ্ধার ◈ এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউমার্কেট এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ঢাকা কলেজের তিন নেতা (ভিডিও)

রাজধানীর নিউমার্কেট এলাকায় 'চাঁদাবাজ' আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, চাঁদাবাজ দাবি করে এক যুবককে আটক করে পুলিশ সদস্যের হাতে তুলে দেওয়া হচ্ছে।

এর আগে এক যুবককে ঘিরে চাঁদাবাজির অভিযোগ তুলে জেরা করছেন একাধিক ব্যক্তি। এছাড়া ‘ঢাকা কলেজের নামে চাঁদাবাজি, চলবে না চলবে না’; ‘ছাত্রদলের নামে চাঁদাবাজি; চলবে না চলবে না’- বলে স্লোগান দিতেও দেখা যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফয়েড ফেসবুক পেইজে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, 'ছাত্রদলের চাঁদাবাজিতে অতিষ্ঠ নিউমার্কেট ও ঢাকা কলেজের আশেপাশের ব্যবসায়ীরা। আজকে ছাত্রদল নেতারা চাঁদাবাজি করতে গেলে ব্যবসায়ী ও ছাত্র-জনতা ছাত্রদলের চাঁদাবাজদের প্রতিহত করে। এদের পরিচয় হচ্ছে- ঢাকা কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও ছাত্রদল কর্মী সাজ্জাদ হোসাইন রাব্বি।'

তবে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেনি। ঘটনাস্থলে ছিলেন ধানমন্ডি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি বলেন, বুধবার বিকালে কিছু লোকজনের গণ্ডগোল দেখে ওখানে গিয়ে জানতে পারি ঢাকা কলেজের শিক্ষার্থী পরিচয়ে দোকান বসানোর চেষ্টা করলে দোকানীরা বাঁধা দেয়। পরে তাদের একজনকে আটক করে আনার চেষ্টা করলে দু'পক্ষ নিজেদের মধ্যে সমাধান করার কথা জানান। তাদের কাছে আটক হওয়া ওই যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী কিনা আমরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়